বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জন।

শনিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার দুজনের মৃত্যু এবং ১ হাজার ৫১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৫১টি নমুনা। এর মধ্যে পাঁচজনের মৃত্যু এবং ১ হাজার ৭ জনের করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ১ হাজার ৮৫৪ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকায় চারজন ও চট্টগ্রামে একজন রয়েছেন। এর মধ্যে চারজন পুরুষ, একজন নারী।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৩০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img