বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে তুরস্ক-ইরানের অভিন্ন অবস্থান

তুরস্ক এবং ইরান বলেছে, একমাত্র পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই আঞ্চলিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। এ বিষয়ে তেহরান এবং আঙ্কারার অভিন্ন অবস্থান রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ।

শুক্রবার (২৯ জানুয়ারি) তুরস্ক সফর শেষে এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন।

তুরস্ক সফরের সময় দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে তিনি গঠনমূলক বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক করেছেন বলে উল্লেখ করেন।

জাওয়াদ জারিফ জানান, তিনি তুরস্কের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিরিয়া, ইরাক এবং ককেশাস অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা করেন। এজন্য দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা জরুরি বলে তিনি উল্লেখ করেছেন।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসহ আঞ্চলিক ছয় জাতিগোষ্ঠীর প্ল্যাটফর্মের সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এ সংস্থার সদস্য তুরস্ক, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়া ও ইরান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img