শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ব্রিটেনের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল করল তুরস্ক

তুরস্কের জাতীয় পতাকাবাহী বিমান তারকিস এয়ারলাইন্স যুক্তরাজ্যের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে।

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে চলমান অচলাবস্থায় এ সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা।

আজ শনিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ ঘোষণার আওতায় থাকবে ট্রানজিট ফ্লাইট, তুরস্ক থেকে যুক্তরাজ্য, যুক্তরাজ্য থেকে তুরস্ক এবং অন্য দেশে পরিচালিত বিমান যোগাযোগ।

এর আগে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রীম ফাহেরেটিন কোজা বলেন, সবশেষ ফ্লাইটে যুক্তরাজ্য থেকে তুরস্কে আসা ১৫ যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাই আপাতত দেশটি থেকে তুরস্কে কোনো নাগরিককে আসতে অনুৎসাহী করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিমান যোগাযোগ বন্ধ করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img