বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থকরা নির্বাচিত প্রতিনিধিদের হত্যা করতে চেয়েছিল

আমেরিকার কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থক ও কট্টর ডানপন্থিদের ৬ জানুয়ারির হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।

আদালতে দেওয়া নথিতে ফেডারেল প্রসিকিউটররা বলেছেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল ক্যাপিটল ভবন দখলে নেওয়া এবং নির্বাচিত কর্মকর্তাদের ওপর গুপ্তহত্যা চালানো।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, অ্যারিজোনার বিচার বিভাগের আইনজীবীদের লেখা নথিতে দাঙ্গাকারী জ্যাকব চ্যান্সলিকে এফবিআইর জিজ্ঞাসাবাদের তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, বিক্ষোভকারীদের উদ্দেশ্য ছিল ক্যাপিটল দখলে নিয়ে সরকারি কর্মকর্তাদের হত্যা করা। ক্যাপিটল ভবনে হামলায় ঘটনায় এখন পর্যন্ত শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া ক্যাপিটলে বিদ্রোহে উসকানির দায়ে মার্কিন কংগ্রেসের নিুকক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করা হয়েছে।

বিদ্রোহে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের ভূমিকাও তদন্ত করছেন প্রসিকিউটররা। ক্যাপিটল ভবনে হামলার পর ট্রাম্পর্কে অভিশংসন নিয়ে রিপাবলিকান পার্টিতে বড় বিভক্তি দেখা দিয়েছে।

এদিকে ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেনের শপথ ঘিরে ওয়াশিংটনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শপথ অনুষ্ঠানে অতিথিদের নিরাপত্তায় মাথাপিছু ১৫ জন করে নিরাপত্তা সদস্য মোতায়েন করা হচ্ছে।

অনুষ্ঠানের নিরাপত্তায় ক্যাপিটল হিল, হোয়াইট হাউজসহ আশপাশের সব এলাকায় মেটাল ও কংক্রিটের কঠিন ব্যারিকেড স্থাপন করা হয়েছে।

৩ দিন আগে ক্যাপিটল হিলসহ ওয়াশিংটন ডিসির পুরো এলাকা ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণে চলে গেছে। ফলে ওয়াশিংটন ডিসিতে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ওই এলাকায় যাচ্ছেন না।

ওয়াশিংটনের জায়গায় জায়গায় নিরাপত্তা বেষ্টনী দেওয়া হচ্ছে। ধাপে ধাপে বন্ধ হচ্ছে সড়ক ও সাব-স্টেশনগুলো। শপথ অনুষ্ঠান ঘিরে সহিংসতা ঠেকাতে রাস্তায় টহল শুরু করেছেন ন্যাশনাল গার্ডের সশস্ত্র সেনাসদস্যরা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img