শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ইউরোপে অবৈধ অভিবাসনের সময় ৪ ইয়েমেনির মৃত্যু

অবৈধভাবে ইউরোপে যাওয়ার সময় অতিরিক্ত ঠান্ডায় ৪ জন ইয়েমেনি মারা গেছেন।

স্থানীয় গণমাধ্যম সূত্র জানিয়েছে, বেলারুশের সীমান্ত অঞ্চলে এ ঘটনা ঘটে।

মস্কোর ইয়েমেনি দূতাবাস থেকে ২ জনের নাম জানানো হয়েছে একজন তৌফিক আলী অন্যজন ওমর আহমেদ আল-হুশাইরি। তারা উভয়েই পোল্যান্ড বেলারুশের মধ্যে আন্তর্জাতিক সীমান্তে “খুব কম তাপমাত্রার কারণে” মারা যান।

উল্লেখ্য; সৌদি আরবের সাথে চলমান ৮ বছরের যুদ্ধ ইতিমধ্যে দরিদ্রতম এ দেশটিকে ধ্বংস করে ফেলেছে। অনেকের পালানো ছাড়া উপায় নেই। তাই তারা ইউরোপে গমনের চেষ্টা করে। আর অবৈধভাবে অভিবাসনের চেষ্টায় প্রায়শই ইয়েমেনিদের মৃত্যুর খবর পাওয়া যায়। এর মধ্যে অনেকে ডুবে অথবা অতিরিক্ত ঠান্ডায় মারা যায়।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img