বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আফগানিস্তান সমগ্র বিশ্বের সাথে সুসম্পর্ক গড়তে ইচ্ছুক : জাবিহুল্লাহ মুজাহিদ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের সীমান্তবর্তী দেশগুলোর পাশাপাশি পুরো বিশ্বের সকল দেশের সাথে তারা রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সুসম্পর্ক গঠন করতে ইচ্ছুক।

আফগানিস্তানের টোলো নিউজে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এ সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা আফগানিস্তান বিষয়ক সম্পর্কের দৃঢ়তা, দেশের ব্যবস্থা, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সমর্থন করার বিষয়ে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক বৈঠকগুলিকে সমর্থন করি।”

তিনি আরো বলেন, ইসলামী ইমারাত বিশ্বের সকল দেশগুলির সাথে যোগাযোগ ও সহযোগিতা করতে চায়। তাই তাদের ও উচিত আফগানিস্তানকে সহযোগিতা করা।

উল্লেখ্য; উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে মঙ্গল ও বুধবার দুই দিনব্যাপী অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিসহ আরো আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তানও এই সংস্থার সদস্য। তবে অজ্ঞাত কারণে এই বৈঠকে দেশটির কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। এ বৈঠকে ইরান, পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিয়েছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img