শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিএনপির পদযাত্রা শুরু

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী।

আজ শনিবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় রাজধানীর বাড্ডা সুবাস্তু নজর ভ্যালির সামনের সড়ক থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। সেখানে উপস্থিত আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অস্থায়ী মঞ্চে বক্তব্যও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এরপর শুরু হয় পদযাত্রা।

পদযাত্রায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে অস্থায়ী মঞ্চের পাশে জড়ো হন। তাদের হাতে রয়েছে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ছবি সংবলিত ব্যানার। এই সময় তাদের খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তি ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে। অন্যদিকে বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশসহ সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি থেকে শুরু হয়ে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img