বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আফগানিস্তানে তীব্র শীত; গত এক মাসে ১৬২ জনের মৃত্যু

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে তীব্র ঠান্ডা ও তুষারপাতে ১৬২ জনের প্রাণহানি ঘটেছে। মারা গেছে ২ লাখেরও বেশি গবাদি পশু।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে চলতি মাসে সবচেয়ে ভয়াবহ শীত পড়ছে আফগানিস্তানে। দেশটির অনেক এলাকা এখন বরফে আচ্ছাদিত। তাপমাত্রা নেমে গেছে মাইনাসে। কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসের (মাইনাস ২৯.২ ডিগ্রি ফারেনহাইট) নিচে নেমে গেছে। ঠাণ্ডায় জমে যাওয়া তাপমাত্রায় বেশিরভাগ মানুষ ঘর গরম করার জ্বালানি জোগাড়ে অক্ষম হওয়ায় পরিস্থিতি আরো ভয়ানক আকার ধারণ করেছে।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর মুখপাত্র শফিউল্লাহ রহিমি বলেছেন, গত ১০ই জানুয়ারি থেকে এখন পর্যন্ত ঠাণ্ডা আবহাওয়ার কারণে ১৬২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কেবল গত সপ্তাহেই প্রাণ গেছে ৮৪ জনের।

এদিকে, আফগানিস্তানে ঠাণ্ডা আবহাওয়ার কারণে ২ লাখের বেশি গবাদি পশু মারা গেছে। বেশিরভাগ অঞ্চল বরফে ঢেকে যাওয়ায় গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img