বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

গত সপ্তাহে ৩ হাজার আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে ইরান

গত এক সপ্তাহে ৩ হাজারের ও বেশি আফগান শরণার্থীকে ইসলাম কালা ও পুলে আবিশ্রুম সীমান্ত দিয়ে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে ফেরত পাঠিয়েছে ইরান।

আফগান প্রত্যাবাসন ও শরণার্থী মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ও ২৫ জানুয়ারি এ দুই দিনে ৩১১৩ জন আফগান অভিবাসীকে বহিষ্কার করেছে ইরান। তাছাড়া সাম্প্রতিক সময় গুলিতে ইরানে অবস্থান করা আফগান নাগরিকদের আটক করা হচ্ছে ও জোরপূর্বক আফগানিস্তানে পাঠানো হচ্ছে।

বিবৃতি তো আরো বলা হয়েছে, ইরানের প্রশাসনিক কর্মকর্তাদের মানবাধিকার কে সম্মান করা উচিত। পাশাপাশি আফগান শরণার্থীদের সাথে ভালো ব্যবহার করা উচিত।

উল্লেখ্য; ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ইরানে ৪০ লাখের ও বেশি আফগান নাগরিক বসবাস করছে।

সূত্র: কেপি
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img