শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইউরোপের কথিত দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করলো কাতার

কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টে দুর্নীতি কেলেঙ্কারিতে দোহার জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন ‘এই অভিযোগের কোন ভিত্তি নেই।’

গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুর রহমান আল-ছানী। একটি টেলিভিশন সাক্ষাৎকারে এ এ মন্তব্য করেন।

তিনি বলেন, “দুর্নীতি কেলেঙ্কারিতে কাতারকে টেনে আনা উচিত নয়, যেখানে তদন্ত এখনও চলমান রয়েছে।”

তিনি আরো বলেন, “কাতার একটি রাষ্ট্র হিসাবে আমরা শতভাগ নিশ্চিত যে, এই অভিযোগের কোন ভিত্তি নেই। আমরা এখনও কোন প্রমাণ দেখতে পাইনি। তদন্ত এখনো চলমান রয়েছে। আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না তদন্ত শেষ হয়।”

তিনি বলেন, “এ সমস্যাটি ইউরোপের একটি প্রতিষ্ঠানে ঘটেছে। তাই তাদের উচিত নিজস্ব প্রতিষ্ঠানের দিকে নজর দেওয়া। পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এরকম পরিস্থিতিতে আমাদের দেশের নাম টেনে না নেওয়াই কাম্য।”

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ইউরোপিয়ন ইউনিয়নের ভেতরে প্রভাব বিস্তারের জন্য কাতার কয়েকজন ইইউ কর্মকর্তাকে ঘুষ দিয়েছে এমন একটি অভিযোগ উঠেছিল কাতারের বিরুদ্ধে। ঘটনাটি ইউরোপে চাঞ্চল্য সৃষ্টি করে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img