শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

কুরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেন সফর বাতিল করেছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী

সুইডেনের স্টকহোমে মহাগ্রন্থ আল কুরআন পোড়ানোর জন্য একটি বিক্ষোভের অনুমতি দেওয়ায় পর তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সুইডেন সফর বাতিল করেছে।

আজ শনিবার (২১ জানুয়ারি) তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর এ ঘোষণা প্রদান করেন।

তিনি বলেন, “সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পল জনসনের সাথে আলোচনাটি বাতিল করা হয়েছে কারণ তারা “তাৎপর্যপূর্ণ অবস্থান হারিয়েছে।”

এই সফরের উদ্দেশ্য ছিল সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তির প্রতি আঙ্কারার আপত্তি দূর করার চেষ্টা করা।

সুইডিশ চরমপন্থী রাসমুস পালুদানকে গত শনিবার স্টকহোমের তুরষ্কের দূতাবাসের সামনে একটি বিক্ষোভ করার অনুমতি দেওয়া হয়েছিল যার তীব্র নিন্দা জানিয়েছিল তুরস্ক। এ ঘটনাটি তুরস্কের ক্ষোভ জাগিয়ে তোলে।

পালুদান বলেছিলেন, তুরস্কের দূতাবাস ভবনের সামনে তিনি কুরআন পোড়াতে চান।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন ডেমোর এ বিষয়টিকে “ঘৃণামূলক অপরাধ” বলে অভিহিত করেছেন।

এক টুইট বার্তায় তিনি বলেন, “পবিত্র মূল্যবোধের উপর আক্রমণ করা কোন স্বাধীনতা নয়, এটি আধুনিক বর্বরতা।”

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী পল জনসন এক টুইট বার্তায় বলেন, এই সফরটি তুরস্কের সাথে সুইডেনের সম্পর্ক তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ ও তারা সংলাপ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

সূত্র: ইউরোনিউজ
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img