শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

খাইবার পাখতুনখোয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আজম খান

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আজম খান।

আজ (২১ জানুয়ারি) খাইবার পাখতুনখাওয়ার গভর্নর হাজ্বী গোলাম আলী আজম খানকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগরনামা জারি করেছেন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ ক্ষমতায় ছিলো। ইমরান খানের নির্দেশে নির্ধারিত সময়ের আগে প্রাদেশিক পরিষদ ভেঙ্গে দেয় মুখ্যমন্ত্রী মাহমুদ খান।

নিয়ম অনুযায়ী তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী নিয়োগের জন্য প্রাদেশিক বিরোধী দলের কাছে নাম প্রস্তাব করতে বলেন মুখ্যমন্ত্রী মাহমুদ খান। জমিয়তে উলামায়ে ইসলাম (এফ)-এর নেতা ও প্রাদেশিক বিরোধী দলীয় নেতা আকরাম খান দুররানী আজম খানের নাম প্রস্তাব করেন।

বিরোধী দলের প্রস্তাবিত আজম খানকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগে সম্মতি দেয় প্রাদেশিক ক্ষমতাসীন দল তেহরিকে ইনসাফ।

সুত্র : ডেইলি জঙ্গ ও বোল নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img