শনিবার, এপ্রিল ২০, ২০২৪

এরদোগানকে ফ্রান্সের প্রেসিডেন্টের চিঠি, সম্বোধন করলেন ‘প্রিয় তাইয়েব’ বলে

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে চিঠি লিখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। চিঠিতে তিনি তুর্কি প্রেসিডেন্টকে ‘প্রিয় তৈয়ব’ বলে সম্বোধন করেন।

এর আগে নতুন বছরের শুরুতে ম্যাঁক্রোকে চিঠি দিয়েছিলেন এরদোগান।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলুর বরাতে শুক্রবার স্থানীয় গণমাধ্যম এসব খবর দিয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, চিঠিতে তুর্কি প্রেসিডেন্টকে ‘প্রিয় তৈয়ব’ বলে সম্বোধন করেছেন ম্যাঁক্রো। এরদোগানের সঙ্গে বৈঠকের জন্য তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইউরোপ ও তার দেশের জন্য তুরস্কের গুরুত্বের কথা উল্লেখ করেছেন ম্যাঁক্রো। কাজেই তুরস্কের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক গড়বেন এবং আসছে মেয়াদে এরদোগানের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এছাড়া সিরিয়া, লিবিয়াসহ আঞ্চলিক ইস্যুতে এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

বিস্তারিত তথ্য না দিয়ে ফরাসি কর্তৃপক্ষও এই চিঠি বিনিময়ের খবর নিশ্চিত করেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img