শনিবার, এপ্রিল ২০, ২০২৪

সৌদি আরবের স্কুলগুলোতে জোর দেওয়া হচ্ছে নাট্য ও চলচ্চিত্রের ওপর

অস্ট্রেলিয়ার মনাস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সৌদি আরবের স্কুলগুলোতে থিয়েটার কার্যক্রম পরিচালনা করা হবে।

সৌদি আরবের শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

মূলত পরবর্তী প্রজন্মের মধ্যে সংস্কৃতিক চর্চা বিকাশ সাধনে স্কুলগুলোতে থিয়েটার প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছে তারা। এটিকে জাতীয় কার্যক্রম হিসেবেও উল্লেখ করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ধারার সংস্কৃতি চর্চার সুযোগ থাকবে।

এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো প্রতিভাবানদের নাট্য বিষয়বস্তু তৈরিতে অনুপ্রাণিত করা যেন তারা তাদের যোগ্যতা অনুযায়ী নাটক ও চলচ্চিত্রের জগতে চাকরি খুঁজে নিতে পারে।

উল্লেখ্য; এ কার্যক্রমটি সৌদি আরবের ১৯ হাজার ৬৪৭ টি সরকারি স্কুলে চালু করা হবে। এসব স্কুল থেকে ২৫ হাজার ৫৪০ জন ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

সূত্র: সাউদি গেজেট
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img