বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

পুলিশের গুলিতে মিয়ানমারে আরো দুই বিক্ষোভকারী নিহত

গত সপ্তাহে মিয়ানমারের নেপিদোতে সাধারণ মানুষের বিক্ষোভ চলাকালে মাথায় গুলি লেগে ২০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। সেই তরুণীকে সম্মান জানিয়ে সমাবেশ করতে গেলে পুলিশের গুলিতে নিহত হয় আরো দুই বিক্ষোভকারী।

গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ানমার সামরিক বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মন্দালাতে প্রতিবাদকারীদের উপর সরাসরি টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই গুলিতে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। এছাড়াও একটি শিপইয়ার্ডের কাছে পুলিশের গুলিতে ছয় জন আহত হয়েছে বলে জানা যায়।

মান্দালয়ে মেডিকেল শিক্ষার্থীদের নেতৃত্বে অভ্যুত্থানবিরোধী প্রতিবাদে এক হাজারেরও বেশি মানুষ যোগ দিয়েছিল। মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের সমাবেশে উপস্থিত বিক্ষোভকারীরা পুলিশের গুলিতে মৃত খিনের ছবি সহ ফুল ও ব্যানার বহন করেছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img