বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

হামাসের সহ-প্রতিষ্ঠাতা ইবরাহিম আল-ইয়াজুরি ইন্তেকাল করেছেন

হামাসের সহ-প্রতিষ্ঠাতা ইবরাহিম আল-ইয়াজুরি গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার বয়স হয়েছিল ৮০ বছর। ১৯৮৭ সালের ডিসেম্বর মাসে হামাসের প্রতিষ্ঠার নেপথ্যে শহীদ শেখ আহমাদ ইয়াসিনের পাশপাশি ইবরাহীম আল-ইয়াজুরিরও অবদান ছিল অনেক।

ফিলিস্তিনকে দখল করে ইসরাইলী রাষ্ট্রের প্রতিষ্ঠার বিপর্যয়কর ঘটনা তথা নাকবা হয় ১৯৪৮ সালে। এর ৭ বছর আগে ১৯৪১ সালে ইয়াজুরি জন্মগ্রহণ করেন। তিনি জন্মেছিলেন গাজার বাইত দারাস নামক একটি গ্রামে। পুরো গ্রামটিকেই ইসরাইলী সেনারা জনমানবশূন্য স্থানে পরিণত করে। গ্রামবাসীর বিরুদ্ধে রীতিমতো গনহত্যা পরিচালনা করা হয়। ঘর বাড়ি আর ঠিকানা হারিয়ে ইয়াজুরি ও তার পরিবার জীবনের বড়ো একটি সময় পার করেছেন খান ইউনিস নামক উদ্বাস্তু শিবিরে।

জাতিসংঘ উদ্বাস্তু তহবিলের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় ইয়াজুরি খান ইউনিস উদ্বাস্তু শিবিরেই তার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পড়াশুনা শেষ করেন। ১৯৬০ সালে কায়রো বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে ভর্তি হন ইয়াজুরি। পড়াশুনা শেষ করে ১৯৬৫ সালে গাজায় ফিরে এসে নিজেই একটি ফার্মেসি চালু করেন। পাশাপাশি তিনি ফিলিস্তিনের রাজনৈতিক ও সামাজিক আন্দোলন ইখওয়ানেও সময় দিতেন। সেভাবেই শহীদ শেখ আহমাদ ইয়াসিনের সাথে তার পরিচয় এবং এরই ধারাবাহিকতায় হামাসের প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি ভূমিকা রাখেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img