মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

কুখ্যাত গুয়ানতানামো বে সামরিক কারাগার নিয়ে বাইডেনের পর্যালোচনা শুরু

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সহযোগীরা কিউবায় অবস্থিত কুখ্যাত গুয়ানতানামো বে সামরিক কারাগারের একটি আনুষ্ঠানিক পর্যালোচনা শুরু করেছেন।

জানাগেছে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ার আগে বাইডেন যাতে কারাগারটি বন্ধ করে দিতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই পর্যালোচনা শুরু হয়েছে।

শুক্রবার হোয়াইট হাউসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

এর মধ্য দিয়ে বিতর্কিত বন্দিশিবিরটি বন্ধে প্রেসিডেন্ট বারাক ওবামা আমলের লক্ষ্যকে সামনে নিয়ে আসা হয়েছে।

বারাক ওবামা তার নির্বাচনী প্রচারে দেওয়া এই অঙ্গীকারটি বাস্তবায়ন করে যেতে পারেননি।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, বাইডেনের মেয়াদেই কারাগারটি বন্ধ করে দেয়াই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

তিনি বলেন, কারাগারটির বর্তমান ভূমিকা নিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে একটি মূল্যায়ন দাঁড় করাতে বাইডেন প্রশাসন কাজ করছে, যা আগের প্রশাসনের কাছ থেকে আমরা পেয়েছি।

৯/১১-এর পর তখনকার প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে এই বন্দিশিবিরটি স্থাপন করা হয়েছিল।

সূত্র: রয়টার্স

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img