বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ভারতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ভারতে ৭ দশমিক ৫ মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার রাত সাড়ে দশটার দিকে দেশটির রাজধানী দিল্লি, জম্মু-কাশ্মীরসহ বেশ কয়েকটি অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির এখনো কোনো খবর মেলেনি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০ টা ৩৪ মিনিট নাগাদ প্রথম কম্পন বোঝা যায়। এই কম্পনের উৎসস্থল তাজিকিস্তান। তাজিকিস্তান-জিনজিয়াং সীমান্তে মাটি থেকে ৯১ কিমি গভীরে কম্পন হয়।

দু’দিন আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে অস্ট্রেলিয়ার পূর্ব এলাকা। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে পূর্ব দিকে অবস্থিত লর্ড হো দ্বীপ ও প্রশান্ত মহাসাগরে সুনামি সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৭ দশমিক ৭।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img