বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের আবেদনে উত্তর প্রদেশের শাহি ঈদগাহ মসজিদে জরিপের নির্দেশ

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারানসির বিখ্যাত জ্ঞানবাপি মসজিদের মতো উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী হিন্দু সেনার নেতা বিষ্ণু গুপ্তের আবেদনের পরিপ্রেক্ষিতে এবার মথুরার শাহি ঈদগাহ মসজিদেও জরিপের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) মথুরার একটি আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে এই জরিপ পরিচালনার অনুমতি দিয়েছে।

উগ্র হিন্দু সেনা সংগঠনটির দাবি, ‘শ্রীকৃষ্ণের’ জন্মভূমির ওপর নির্মাণ করা হয়েছে মথুরার শাহি ইদগাহ মসজিদ।

হিন্দু সেনার আবেদনের বিষয়ে শুনানি শেষে আগামী ২ জানুয়ারির পর এই মসজিদে জরিপের কাজ শুরুর নির্দেশ দিয়েছে আদালত। জরিপের ফল ২০ জানুয়ারির পর আদালতের কাছে উপস্থাপন করতে বলা হয়েছে।

হিন্দু সেনা প্রধান বিষ্ণু গুপ্ত বলেছেন, বারানসির জ্ঞানবাপি মসজিদের মতো মথুরার শাহি ইদগাহ মসজিদেও জরিপ চালানো হবে। তার দাবি, শ্রীকৃষ্ণের জন্মভূমির ওপর ওই মসজিদটি তৈরি করা হয়েছে। মসজিদটি সরিয়ে ফেলার দাবিতে একাধিক মামলা করেছে দেশটির হিন্দুত্ববাদী আরও কয়েকটি সংগঠন।

শাহি ইদগাহ মসজিদের ক্ষেত্রে আদালতে যুক্তি দেওয়া হয়েছে, মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে কাটরা কেশব দেব মন্দির চত্বরে ওই মসজিদটি নির্মাণ করা হয় ১৬৬৯-৭০ সালে। আবেদনকারী বিষ্ণু গুপ্তর আইজীবী শৈলেশ দুবে বলেন, হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত আদালতে ওই দাবি করেছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img