বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

অভিবাসীদের প্রতি গ্রিসের বৈরী মনোভাবের সমালোচনা করলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “অভিবাসীদের প্রতি আমাদের পশ্চিম প্রতিবেশী গ্রিসের মনোভাব এখন বর্বরতার পর্যায়ে পৌঁছে গেছে।”

গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি বিশ্বের সাংবিধানিক বিচার বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান একথা বলেন।

অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “দুর্ভাগ্যবশত পশ্চিমা দেশগুলি গ্রিসের এই বর্বরতার প্রতিক্রিয়া জানাচ্ছে না।”

তিনি বলেন, “সীমান্ত এলাকা থেকে হৃদয়বিদারক চিত্র ও নাৎসি শিবিরের মতো আশ্রয়কেন্দ্রগুলির প্রতি উদাসীনতার জন্য আমরা সবাই গভীরভাবে দুঃখিত।”

পশ্চিমাদের দোষারোপ করে এরদোগান বলেন, পশ্চিমা দেশগুলোর পাশাপাশি কিছু প্রতিষ্ঠান যারা সিরিয়া, ইরাক ও আফ্রিকা থেকে আসা অভিবাসীদের জন্য তাদের দরজা বন্ধ করে দেয় তারাই মূলত এর মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী পিকেকের প্রতি উচ্চ স্তরের সহনশীলতা প্রদর্শন করে।

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে এসব দেশ থেকেই প্রতিবছর বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে সিরিয়া, ইরাক ও তুরস্কে হামলা চালানোর অর্থ সংগ্রহ করে থাকে

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img