খতমে নবুুওয়াত সংরক্ষণ কমিটির সহ-প্রচার সম্পাদক ও বনানীর কড়াইল আদর্শ নগর কবরস্থান জামে মসজিদের খতিব মুফতী উবাইদুর রহমান হুযাইফীর বাবা শাইখুল হাদীস মাওলানা মুফিজুল ইসলাম গুরুতর অসুস্থ। অসুস্থ বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে মুফতী উবায়দুর রহমান হুযাইফি মুঠোফোনের মাধ্যমে ইনসাফকে জানান, আমার বাবা একজন প্রবীন আলেম। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান অসুস্থতা, ডায়বেটিস ও হাই প্রেশার, যার ফলে উভয় কিডনি ড্যামেজ হয়ে গেছে।
তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আজ আব্বুর অপারেশন হবে, আমি আমার সকল উস্তাদ, আত্মীয়স্বজন ও ভক্ত-শুভাকাঙখীদের কাছে বিশেষভাবে দোয়া চাচ্ছি। এসময় তিনি দেশের প্রত্যেকটি মাদরাসার পরিচালকদের কাছে বাবার সুস্থতার জন্য দোয়ার আয়োজনের অনুরোধ করেন।
জানা গেছে, শাইখুল হাদীস মুফতী মুফীজুল ইসলাম বর্তমানে ভারতের রাজস্থানের মনিপাল হসপিটালে ভর্তি রয়েছেন। গতকাল শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় তাকে ভর্তি করানো হয়। আজ স্থানীয় সময় দুপুর ১২টায় তার অপারেশন হবে।
মুফতী মুফীজুল ইসলাম রাজধানীর ঐতিহ্যবাহী ধানমন্ডি ঈদগাহ মসজিদের খতিব ও কেরানীগঞ্জের লাখিরচর মাদরাসার শাইখুল হাদীস তিনি। এছাড়াও, কেরানীগঞ্জের জামিয়া ইসলামিয়া রসুলপুর মাদরাসার সাবেক প্রিন্সিপাল ও শাইখুল হাদীস মুফতী মুফীজুল ইসলাম।