শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ফিলিস্তিনিদের ফুটবল ম্যাচ চলাকালে ইসরাইলের হামলা; খেলা বাতিল

ফিলিস্তিন ফুটবল লীগের ফাইনাল ম্যাচে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রের ইসরাইলের সেনারা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের একটি ফুটবল স্টেডিয়ামে হামলার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ফয়সাল আল হুসাইনী স্টেডিয়ামে টিয়ারগ্যাস নিক্ষেপের কারণে দর্শকদের ছত্রভঙ্গ ও অসুস্থ হয়ে পড়তে দেখা যায়।

জানা যায়, ফাইনাল ম্যাচ শুরুর আগ থেকেই ফিলিস্তিনিদের বিভিন্ন ভাবে বাঁধা দেওয়ার পাশাপাশি স্টেডিয়ামে বিষাক্ত টিয়ারগ্যাস নিক্ষেপ করে ইসরাইলী সেনারা।

একারণে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর খেলা শুরু হয়। কিন্তু খেলা শুরু হলে কিছুক্ষণ পর পর মাঠে বিষাক্ত টিয়ারগ্যাস ছুড়তে থাকে ইসরাইলী সেনারা। এতে কোনোভাবেই খেলা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিলো না।

এছাড়াও বিষাক্ত টিয়ারগ্যাসের ধোঁয়ায় খেলোয়াড় ও স্টেডিয়ামে আগত ফিলিস্তিনিদের অধিকাংশই শ্বাসকষ্টে কারণে অসুস্থ হয়ে পড়লে ম্যাচ বাতিল করতে বাধ্য হয় লীগ কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img