বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

তুরস্কের যে মসজিদে ৬০০ বছর ধরে তরবারি হাতে খুতবাহ দেওয়া হয়

নববী সুন্নাত ও উসমানীয় রীতি মেনে ৬ শতাব্দী ধরে তরবারি হাতে খুতবা দেয়া হয় তুরস্কের এদির্নে অবস্থিত এস্কি জামে বা মসজিদুল ক্বদিমে।

১৫ শতকে নির্মিত প্রাচীন মসজিদটির মুয়াজ্জিন বলেন, সুলতান হিসেবে নিযুক্তির পর জুমার দিন জামে মসজিদে উসমানীয় সুলতানদের অভিষেক ঘটতো। সুলতানেরা তরবারি হাতে মিম্বারে আরোহন করতেন এবং জুমার প্রথম খুতবা দিতেন।

তিনি আরো বলেন, নববী যুগ থেকেই তরবারি আমাদের নবীর সুন্নাত। উসমানীয় আমল থেকে এই অঞ্চলে তরবারি হাতে খুতবা দানের রীতি পালন করে আসা হচ্ছে।

মূলত সুন্নাত রক্ষার্থেই আমরা জুমা ও ঈদের নামাজের সময় তরবারি হাতে মিম্বারে আরোহন করে থাকি। সীমান্তবর্তী শহর এদির্নেতে উসমানীয় সুলতানদের এই রীতিটি আমরা বংশপরম্পরায় রক্ষা করে আসছি।

ইতিহাসে তরবারি হাতে খুতবা প্রচলনের নির্দিষ্ট তারিখ পাওয়া যায় না। তবে বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে ধারণা করা হয় যে, ইসলামী দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.) সর্বপ্রথম তরবারি হাতে খুতবা পাঠ করেছিলেন।

উল্লেখ্য, মসজিদুল ক্বদিম হলো এদির্নের প্রথম উসমানীয় স্থাপনা। কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল বিজয়ের আগে এদির্নে ছিলো উসমানীয়দের রাজধানী।

১৪০৩ খ্রিস্টাব্দে আমীর সুলেমান জালেবী এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছিলেন কিন্তু সে বছরই উসমানী সালতানাত বিভক্ত হয়ে গেলে এর কাজ স্থগিত থাকে।

পরবর্তীতে তার ভাই সুলতান প্রথম মুহাম্মদ আবার সকলকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হলে ফিরে আসে উসমানীয়া সালতানাতের অখণ্ডতা। তার আদেশে পুনরায় মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। ১৪১৪ খ্রিস্টাব্দে নির্মাণ কাজ সম্পাদন হলে মসজিদটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

তাই এদির্নের এস্কি জামে বা মসজিদুল ক্বদিমকে বিভক্ত হয়ে যাওয়া উসমানী সালতানাতের পুন:ঐক্যের প্রতীক বলেও মনে করা হয়।

সূত্র: ডেইলি সাবাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img