পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশের অভ্যন্তরে ৭টি গন্তব্যে ভাড়া কমিয়েছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ সেবা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, রমজান উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে কক্সবাজার রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া তিন হাজার ৬০০ টাকা, চট্টগ্রাম দুই হাজার ৪০০ টাকা, বরিশাল দুই হাজার ২০০ টাকা, যশোর দুই হাজার ২০০ টাকা, রাজশাহী দুই হাজার ২০০ টাকা, সিলেট দুই হাজার ২০০ টাকা ও সৈয়দপুর দুই হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।