বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

মহাসড়কে প্রতি ১০০ কি:মি: পর পর নারী ও পুরুষদের জন্য মসজিদ নির্মাণ করবে আফগান সরকার

কাবুলের মহাসড়কে প্রতি ১০০ কিলোমিটার পর পর নারী ও পুরুষদের জন্য মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

শুক্রবার (৩১ মার্চ) তালেবান নেতৃত্বাধীন সরকারের ২৯তম মন্ত্রীপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের বৈঠকে কাবুলের মহাসড়কে প্রতি ১০০ কিলোমিটার অন্তর অন্তর নারী ও পুরুষদের জন্য মসজিদ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে গণপূর্ত মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়।

এছাড়াও মসজিদ নির্মাণের উপযুক্ত স্থান নির্ধারণ ও জরিপ চালানোর উদ্দেশ্যে হজ্ব ও ওয়াকফ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর নেতৃত্বাধীন একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রীপরিষদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত পূর্বের উপযুক্ত স্থান নির্ধারণ ও যাবতীয় জরিপের কাজ শেষ করে বৈঠকে তা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়।

সূত্র: আল ইমারাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img