শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ফিলিস্তিনিদের কৃষি জমির ফসল ধ্বংস ও চুরি করে নিয়ে যাচ্ছে ইসরাইলী দখলদাররা

ফিলিস্তিনের ব্যাথেলহাম শহরের দক্ষিণে অবস্থিত আল-খাদ অঞ্চলের কৃষি জমিতে শত শত জলপাই ও আঙ্গুরের চারা রোপণ করেছিল ইউসুফ মুসা নামে একজন কৃষক। নির্যাতিত হাজার হাজার ফিলিস্তিনি পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস হল এই জলপাই গাছ।

এদিকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদাররা জমিতে সদ্য রোপনকৃত এসব চারা ধ্বংস ও চুরি করে নিয়ে গিয়েছে। এতে করে বিপাকে পড়েছে কৃষক মালিক ইউসুফ মুসা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) ফিলিস্তিনের আল ওয়াফা এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টা জানা গেছে।

আল-খাদ অঞ্চলের স্থানীয় একজন কর্মকর্তা আহমাদ সালাহ জানান, শুক্রবার ফিলিস্তিনের এলাজার অঞ্চল থেকে আসা একদল উগ্র ইহুদি দখলদার ইউসুফ মুসার জমিতে প্রবেশ করে। প্রবেশের পর সেখান থেকে ২৫০ টি জলপাই ও ১৫০ টি আঙ্গুরের চারা ভেঙে উপড়ে ফেলে। উগ্র ইহুদীদের এ দলটি এখানেই ক্ষান্ত হয়নি। তারা গ্রামে অবস্থিত অন্যান্য জমিতেও হামলা চালায় এবং সেখান থেকে শত শত জলপাই গাছ ধ্বংস ও চুরি করে নিয়ে যায়।

ফিলিস্তিনিদের জলপাই গাছ নিধন ও চুরি করা যেন উগ্র দখলদারদের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছে। এ ধরনের সহিংসতা তারা প্রতিনিয়ত ঘটালেও ইসরাইলি কর্তৃপক্ষ বিষয়টি তেমন আমলে নেয় না।

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, দখলদার ইসরায়েলি বাহিনী ১৮ হাজার ৯০০ টি জলপাই গাছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এছাড়াও ৩.৭ বর্গ কিলোমিটার জমি ও চারণভূমি ধ্বংসস্তূপে পরিণত করার পাশাপাশি প্রায় ৬৬টি জলকূপ বন্ধ করে দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img