শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সাড়ে ৬ লাখ বাড়ি নির্মাণের ঘোষণা দিলেন এরদোগান

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ৬ লক্ষ ৫০ হাজার বাড়ি নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

শুক্রবার (৩১ মার্চ) গাজী আনতেপ প্রদেশে কয়েক হাজার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।

এরদোগান বলেন, আজ আমরা গাজী আনতেপের ৪২ হাজার ৩৪৮ টি বাড়ির মধ্যে ৭ হাজার ৮৭ টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে মোট ৬ লক্ষ ৫০ হাজার বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশাকরি, চলতি বছরের মধ্যে ৩ লক্ষ ১৯ হাজার বাড়ি ক্ষতিগ্রস্তদের হাতে বুঝিয়ে দিতে সক্ষম হবো।

তিনি বলেন, ভূমিকম্পে বিধ্বস্ত প্রতিটি শহর পুনর্গঠন না হওয়া পর্যন্ত আমরা থামবো না, বিশ্রাম নিবো না।

বক্তব্য তিনি ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

সূত্র: ডেইলি সাবাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img