বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ফিলিস্তিনিদের জন্য ২ কোটি ১৮ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

ফিলিস্তিনের শরণার্থীদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে জাতিসংঘের কর্ম ও ত্রাণ সংস্থার (ইউএনআরডাব্লিউএ) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ফিনল্যান্ড। এ চুক্তি অনুযায়ী ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত এ তিন বছরে ফিলিস্তিনিদের জন্য মোট ২১.৮ মিলিয়ন (২ কোটি ১৮ লাখ) মার্কিন ডলার দেবে দেশটি। যদিও ইতিমধ্যেই কিছু দেশ সংস্থাটিকে এ বছর তহবিল কমিয়ে দেওয়ার ঘোষণা প্রদান করেছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ফিলিস্তিনের রামাল্লায় অবস্থিত ফিনল্যান্ডের প্রতিনিধি কার্যালয়ের এম্বাসেডর পাইভি পেলটোকোস্কি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ফিলিস্তিনের শরণার্থীদের জন্য ‘জাতিসংঘের কর্মসংস্থান ও ত্রাণ সংস্থার’ কাজকে অধিক মূল্যায়ন করে ফিনল্যান্ড। যার মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের শিক্ষা ও স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন মৌলিক পরিষেবা।”

জাতিসংঘের কর্মসংস্থান ও ত্রাণ সংস্থার পরিচালক করিম আমের বলেন, “ফিলিস্তিনি শরণার্থীদের পাশে দাঁড়ানোর জন্য এজেন্সির পক্ষ থেকে ফিনল্যান্ড সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরো বলেন, “বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে এটি বলা যায় যে ফিনল্যান্ড সরকারের দেওয়া এই প্রতিশ্রুতি আমাদের এজেন্সির স্থিতিশীলতার জন্য জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, জাতিসংঘের কর্মসংস্থান ও ত্রাণ সংস্থাটি (ইউএনআরডাব্লিউএ) ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়। যার মূল উদ্দেশ্য ছিল জর্ডান, সিরিয়া, লেবানন, পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজায় শরণার্থীদের আর্থিক সহযোগিতা ও সুরক্ষা প্রদান করা।

সূত্র: মিডল ইস্ট মনিটর ও আরব নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img