শনিবার, এপ্রিল ২০, ২০২৪

প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জ্বালানি পণ্য ও বিদ্যুতের দাম কমানোর ঘোষণা এরদোগানের

আগামী ১৪ মে তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জ্বালানি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

বুধবার (২৯ মার্চ) পার্লামেন্টে ‘একে পার্টির’ এমপিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এরদোগান বলেন, এপ্রিল মাস থেকে দৈনন্দিন কাজে ব্যবহৃত বিদ্যুতের মূল্য ১৫ শতাংশ কমানো হবে। এছাড়াও শিল্প ও কারখানাতে ব্যবহৃত গ্যাসের মূল্য ২০ শতাংশ কমানো হবে।

উল্লেখ্য, এরদোগানের নেতৃত্বাধীন একে পার্টি শ্রমিকদের জন্য গত বছরের তুলনায় তিনগুণ মজুরি বৃদ্ধি করেছে। পরিবারের উপর থেকে অর্থনৈতিক চাপ কমানোর উদ্দেশ্যে লক্ষ লক্ষ জনগণের পেনশন বাড়িয়েছে। এছাড়াও জনগণকে ঋণ থেকে মুক্তি দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর ও ডেইলি সাবাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img