বৃহস্পতিবার, মে ২, ২০২৪

বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আগামী শনিবার

কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী শনিবার (৩০ এপ্রিল) বেলা ২টায়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

ফেফাকের অফিসিয়াল ওয়েবসাইট (wifaqresult.com) এ ফলাফল প্রকাশিত হবে। লিংকে প্রবেশ করে পরীক্ষার সন, মারহালা ও রোল নাম্বার দিয়ে সাবমিট করলেই জানা যাবে ব্যক্তিগত ফলাফল। মাদরাসাওয়ারী ফলাফলের জন্য পরীক্ষার সন, মারহালা ও ইলহাক নাম্বার প্রদান করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে “ম” এর পরিবর্তে লিখতে হবে “g”। মেধা তালিকা দেখার জন্য পরীক্ষার সন, মারহালা ও ধরণ (ছাত্র/ছাত্রী) দিয়ে সাব মিট করলেই দেখা যাবে মেধা তালিকা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img