শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বিরোধীদের লাথিতে লুটিয়ে পড়লেন ট্রাম্প সমর্থক

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে, এই অভিযোগে এনে ট্রাম্পের সমর্থক তথা শ্বেতাঙ্গ উগ্রবাদী গ্রুপ প্রাউড বয়েজ ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ র‌্যালি বের করেছে।

ঠিক এই সময়ে ট্রাম্প বিরোধীরাও র‌্যালি বের করেন।

ট্রাম্প বিরোধীদের র‌্যালীর সামনে দিয়ে ট্রাম্প সমর্থকরা অতিক্রম করে। ওয়াশিংটনে ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজায় এক ট্রাম্প সর্থককে লাথি দিয়েছেন বিরোধীরা। এতে ট্রাম্পের ওই সমর্থক মাটিতে লুটিয়ে পড়েন। খবর এফপি’র।

র‌্যালি আয়োজনকারীরা ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ এর অনুকরণে ‘মিলিয়ন এমএজিএ মার্চ’ শিরোনামে নতুন স্লোগান তৈরি করে রাস্তায় নামে।

ট্রাম্প টুইট করেন ‘লাখো মানুষ তাদের সমর্থনে রাস্তায় নেমে এসেছে। তারা প্রতারণা ও দুর্নীতির আশ্রয় নেয়া নির্বাচনের পক্ষে থাকবে না।’

সব রাজ্যের ভোট গণনা শেষ হওয়ার পর বাইডেনের জয় নিশ্চিত হয়ে গেছে। তিনি ৩০৬ ইলেক্টোরাল ভোট পেয়েছেন।

অন্যদিকে ২৩২ ভোট পেয়েছেন ট্রাম্প। কিন্তু তিনি পরাজয় স্বীকার না করে এখনও নির্বাচনে কারচুপি, অনিয়ম ও প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে বলে দাবি করছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img