শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে আজারবাইজান

নাগোরনো-কারাবাখকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিতে আইনপ্রণেতাদের ভোটাভুটির ঘটনায় ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে আজারবাইজান।

বৃহস্পতিবার আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ ঘটনায় প্রতিবাদ জানাতে তলব করা হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, আজারবাইজানের নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জাকারি গ্রোসকে সমন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

২৫ নভেম্বর সিনেটে নাগোরনো-কারাবাখ প্রজাতন্ত্র স্বীকৃতি প্রয়োজন শীর্ষক একটি রেজ্যুলেশন গ্রহণ করায় ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায় আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফ্রান্সের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে প্রতিবাদে বলা হয়, এই রেজ্যুলেশনের প্রতিবাদ জানাচ্ছে আজারবাইজান; এটা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ, হেলসিনকি আইন এবং ১৯৯৩ সালের জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে নিয়ম ও নীতি বিরুদ্ধ।

বিরোধীয় কারাবাখ নিয়ে ফ্রান্স সিনেটরদের এমন ভোটাভুটির প্রতিবাদ আজারবাইজানের সংসদে ফ্রান্সের প্রতি নিন্দা জানানো হয়েছে।

এর আগে বুধবার দেশটির সিনেটরা এ বিরোধীয় অঞ্চলটিকে স্বাধীন প্রজাতন্ত্রের স্বীকৃতি দিতে একটি রেজ্যুলেশন পাস করে। এতে দেশটির সরকারকে নাগোরনো-কারাবাখকে স্বীকৃতি দিতে আহ্বান জানানো হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img