শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

করোনার ভ্যাকসিন নেব না, এটা আমার অধিকার: ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, ‘আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আমি এটা (ভ্যাকসিন) নেব না। এটা আমার অধিকার।’

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাসের ভ্যাকসিন বিষয়ে আগেও কয়েকবার সন্দেহ প্রকাশ করেছেন জাইর বলসোনারো। নিজে ভ্যাকসিন নিতে অস্বীকার করার পাশাপাশি জাইর বারবার বলেছেন, বাজারে আসার পর নাগরিকদের তা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি করোনা ভ্যাকসিন গ্রহণ না করার কথা জানান।

এরও আগে, গত অক্টোবরে করোনার ভ্যাকসিন কেবল তার কুকুরের প্রয়োজন হবে বলে রসিকতা করেন জাইর বলসোনারো।

কেবল ভ্যাকসিন নয়, মাস্কের কার্যকারিতা নিয়েও সন্দেহ রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্টের। জাইরের বলেন, এখন পর্যন্ত ভাইরাস সংক্রমণ রুখতে মাস্ক কতটা কার্যকরী; তার খুব সামান্য প্রমাণই পাওয়া গেছে। এ কারণে তিনি মাস্ক পরতে চান না।

গত জুলাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জাইর বলসোনারো। সংক্রমণ থাকা অবস্থাতেই মাস্ক ছাড়া জনসম্মুখে আসেন তিনি।

কোয়ারেন্টিন থেকে ফিরে এসে জাইর বলেন, ‘প্রতিদিন রোগে ভুগে বহু মানুষ মারা যান। করোনা তেমনই একটা রোগ। একে ভয় পাওয়ার কারণ নেই।’

উল্লেখ্য, বিশ্বে করোনায় মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে এখনো পর্যন্ত ১ লাখ ৭১ হাজার মানুষ করোনার প্রকোপে মারা গেছেন। অন্যদিকে মোট আক্রান্তের হিসেবে ব্রাজিল তৃতীয়। এখনও পর্যন্ত ৬২ লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে দেশটিতে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img