বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

আফগানিস্তানে ২৩টি রকেট হামলায় ৮ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে আবাসিক এলাকায় অন্তত ২৩টি রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে আটজনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন ৩০ জন।

শনিবার (২১ নভেম্বর) সকালে কাবুলের কেন্দ্রস্থল ও পূর্বাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। এর পাশেই গ্রিন জোন হিসেবে পরিচিত অভিজাত ও কূটনৈতিক এলাকা অবস্থিত।

মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামলার জন্য দায়ী কারা তা এখনও স্পষ্ট নয়।

কাবুলে চালানো ওই হামলায় অনেক বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুটি কার থেকে আবাসিক এলাকা লক্ষ করে হামলা চালানো হয়। এমন একটি সময় বড় ধরনের এই হামলার ঘটনা ঘটলো যখন তালেবান-মার্কিন সরকার আলোচনা শুরু হতে যাচ্ছে।

এদিকে এ হামলা নিজেদের পক্ষ থেকে করা হয়নি বলে জানিয়েছে তালেবান। তারা বলেছে, জনসমাগমস্থলে হামলা করা তাদের নীতির সঙ্গে যায় না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img