হায়দারাবাদের অষ্টম নিজাম মীর বরকত আলী খান সিদ্দিকী মুকাররম জাহ (অষ্টম আসাফ জাহ) তুরস্কে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
আজ রবিবার (১৫ই জানুয়ারি) তুরস্কের ইস্তাম্বুলে তার নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি ছিলেন স্বাধীন হায়দারাবাদের শেষ নিজাম উসমান আলী খানের নাতি।
নিজাম মুকাররম জাহকে হায়দারাবাদে অবস্থিত মক্কা মসজিদের আসাফ জাহ কবরস্থানে দাফন করা হবে।
এখানে দ্বিতীয় নিজাম থেকে ষষ্ঠ নিজাম সবাইকে কবরস্থ করা হয়েছে।

পরিচয়:
নিজাম মুকাররম জাহ ১৯৩৩ সালের ৬ অক্টোবর ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বাধীন হায়দারাবাদের শেষ নিজাম উসমান আলি খানের পুত্র শাহজাদা আজম জাহ ও উসমানীয় শাহজাদী দুররে শেহওয়ার দুরদানা বেগম সাহিবার জ্যেষ্ঠ পুত্র। দুররে শেহওয়ার ছিলেন মুসলিম বিশ্বের শেষ উসমানী খলীফা আব্দুল মাজিদ সানীর একমাত্র কন্যা।
শিক্ষা:
ভারত মুসলিম রাষ্ট্র হায়দারাবাদকে দখল করে নিলে ১৯৭০ সালে তিনি ভারত ত্যাগ করেন। বিশ্বের সেরা বিদ্যাপীঠ গুলো থেকে তিনি শিক্ষা অর্জন করেছিলেন। তিনি ইংল্যান্ডের হ্যারো, পিটারহাউস, কেমব্রিজ ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে শিক্ষাপ্রাপ্ত হন। এছাড়াও তিনি ইংল্যান্ডের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টেও প্রশিক্ষণ নেন।

ব্যক্তিত্ব:
মুকাররম জাহ শিক্ষামূলক কর্মকাণ্ডে অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ও ভারী যন্ত্রপাতি তৈরি করতে পছন্দ করতেন। তিনি ভারতের মারুতি গাড়ি তৈরির বহু আগেই একটি অটোমোবাইল ইউনিট স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। গাড়ির একটি বড় সংগ্রহ ছিল তার। হায়দারাবাদে তিনি নিজেই একটি গ্যারেজে তৈরি করেন যেখানে তিনি তার যানবাহন মেরামত করতেন।
শিক্ষা ক্ষেত্রে অবদান:
শিক্ষার প্রসারের জন্য তিনি ছয়টি প্রাসাদের একটির জমি ‘মুকাররম জাহ ট্রাস্ট ফর এডুকেশন অ্যান্ড লার্নিং’ (এমজেটিইএল)-কে দান করেছিলেন। এছাড়াও তিনি ঔরঙ্গাবাদ ও মহারাষ্ট্রে শিক্ষার জন্য অনেক সম্পত্তি ও অর্থ দান করেন।
আধ্যাত্মিক জীবন:
ধনী ও অভিজাতদের মধ্যে একজন হওয়া সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও সহজ-সরল। তিনি খুবই সাধারণ জীবন যাপন করতেন। তিনি নিয়মিত গভীর রাত পর্যন্ত জেগে নামাজ আদায় করতেন । সুফি সাধকদের শ্রদ্ধা করতেন ও সুযোগ পেলেই হযরত খাজা বন্দে নওয়াজের মাজার জিয়ারত করতেন।

বৈবাহিক জীবন :
নিজাম মুকাররম জাহ তার জীবনে পাঁচবার বিয়ে করেছিলেন। তবে একই সাথে তার কখনো একাধিক স্ত্রী ছিল না।
হায়দারাবাদের প্রতি ভালোবাসা :
নিজাম মুকাররম তার জীবনের বেশিরভাগ সময় অস্ট্রিয়া ও তুরস্কে বসবাস করেছেন। তবে হায়দারাবাদের সাথে তার একটি আবেগপূর্ণ সংযোগ ছিল। তিনি যখনই সম্ভব পরাধীন হয়ে যাওয়া নিজ দেশ পরিদর্শন করতেন।

রাজনীতি:
ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী নেতা জওহরলাল নেহেরুর পরিবারের সাথে তিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। নেহেরু তাকে খুব পছন্দ করতেন। কিন্তু তিনি রাজনীতিতে কখনোই আগ্রহী ছিলেন না। নেহেরু তাকে একটি মুসলিম দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করতে চেয়েছিলেন। তবে নিজাম বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন। নেহেরু থেকে রাজীব গান্ধী পর্যন্ত সকল নেতাদের সাথে নিজামের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল।

অষ্টম নিজাম খেতাব :
তিনি সপ্তম নিজাম মীর ওসমান আলী খানের উত্তরসূরি ছিলেন। তিনি মীর উসমান আলী খানের এতটাই প্রিয়পাত্র ছিলেন যে, সপ্তম নিজাম তার নিজের পুত্র আজম জাহ এর পরিবর্তে তার নাতি মুকাররম জাহকে উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেন। ১৯৬৭ সালের ফেব্রুয়ারিতে সপ্তম নিজামের মৃত্যুর পর ভারত সরকার চৌমহল্লা প্রাসাদে একটি রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে হায়দারাবাদের অষ্টম নিজাম হিসাবে ঘোষণা দেয়। মুকাররম জাহ ১৯৮০ সাল পর্যন্ত ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন।
উল্লেখ্য, মুকাররম জাহ-এর জন্মের পর তার পিতামহ ক্ষমতাচ্যুত খলীফা আব্দুল মাজিদ সানীর ইচ্ছা প্রকাশ করেছিলেন, ভবিষ্যতে খিলাফত পুনরুজ্জীবিত হলে তাঁর নাতি মুকাররম জাহ মুসলমানদের খলীফা মনোনীত হবেন।
সূত্র: মুসলিম মিরর, নিউজ মিটার, টাইমস অব ইন্ডিয়া