বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক : প্লাস না মাইনাস? | নীরবে বলে যাই (৫)

পাকিস্তান আর বাংলাদেশ: দক্ষিণ এশীয় অঞ্চলের দু’টি দেশ। এক সময় পাকিস্তান আর সাবেক পূর্বপাকিস্তান অর্থাৎ, আজকের বাংলাদেশ মিলে ছিলো পাকিস্তান নামে একটি পূর্ণরাষ্ট্র যা ১৯৪৭ সালের দেশভাগে জন্ম লাভ করে। ১৯৭১ সালে সেই পাকিস্তান ভেঙ্গে টুকরো হয়ে জন্ম নেয় নতুন রাষ্ট্র—বাংলাদেশ। চিরদিনের জন্য মিশে গেলো ‘পূর্বপাকিস্তান’ নামটি। যদিও পাকিস্তান থেকে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয় কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি মরহুম শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ঢাকায় লাল গালিচা সংবর্ধনা দিয়ে সম্পর্ককে ঢেলে সাজানোর ব্যবস্থা করেন। সেদিনের বাস্তবতায় একটি নতুন রাষ্ট্রের গোড়াপত্তনের সময় ঘটনাটিকে অনেকেই সমালোচনার তীরে বিদ্ধ করেছিলেন আবার সফরের পক্ষেও যুক্তি উপস্থাপিত হয়। একই বছর শেখ মুজিবুর রহমান তাজ উদ্দীন আহমদসহ ভারত-সরকারের আপত্তি অগ্রাহ্য করে পাকিস্তানে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে যোগদান করে মুসলিমবিশ্বের সাথে সম্পর্কোন্নয়নের পথ উম্মুক্ত করেন। ১৯৭৪ সালের ফেব্রুয়ারী মাসে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পরের সরকারগুলো পাকিস্তানের সাথে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যায়, তবে সেটা সীমিত পরিমানে। সেই সূত্রে ১৯৮০ সালে পাকিস্তান বাংলাদেশের কাছে এফ-৬ জঙ্গীবিমান ও কিছু ট্যাঙ্ক বিক্রি করে (আরব নিউজ পাকিস্তান, ২০২১) ।

বর্তমান সরকারের সময় পাকিস্তানের বিষয়টি এক নতুন মাত্রা লাভ করে। যেহেতু ক্ষমতাসীন আওয়ামী লীগ বরাবরই পাকিস্তানবিরোধিতার রাজনীতি করে এসেছে, তাই তার আমলে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরির একটা আবেদন থাকা স্বাভাবিক। গত ২০২০ সালের ২৯শে জানুয়ারী পাকিস্তানের বহুল প্রচারিত জং পত্রিকার উর্দূ সংস্করণে বাংলাদেশে বিনিয়োগে পাকিস্তানী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানোর একটি খবর প্রকাশিত হয়। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারেক আহসানের বরাতে খবরটিতে বলা হয়: আমরা চাই পাকিস্তান বাংলাদেশে উত্তরোত্তর বিনিয়োগ করুক। বাংলাদেশের গার্মেন্টস খাতে পাকিস্তানীদের জন্য বিনিয়োগের পর্যাপ্ত সুযোগ রয়েছে। ২০২০ সালের জুলাইয়ের ২০ তারিখ সাউথ এশিয়ান মনিটরের বাংলা সংস্করণে “বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্বিন্যাসে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগ” শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়। সেখানে বলা হয়: বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্বিন্যাস করার লক্ষ্যে নীরবে প্রয়াস শুরু করেছে পাকিস্তান। এই অঞ্চলে সুনির্দিষ্ট কিছু ঘটনার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হওয়ায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর সাথে পরিচিত কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, বর্তমান আঞ্চলিক পরিবেশ ইসলামাবাদ ও ঢাকার মধ্যে নতুন করে সম্পর্ক সৃষ্টির পরিবেশ সৃষ্টি করেছে। একই বছরের ২৩শে জুলাই এশিয়ান মনিটরে “নীরব কূটনীতি: পাকিস্তান ও বাংলাদেশ প্রধানমন্ত্রীর বিরল ফোনালাপ” শীর্ষক আরেকটি খবর প্রকাশিত হয়। তাতে বলা হয়: পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের মধ্যে নীরব কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে। কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এই সংবাদ প্রচারিত হয়েছে, বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের কারণে দুই পক্ষ তাদের সমস্যাদায়ক সম্পর্ক শুধরে নেয়ার চেষ্টা করছে। চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকে বসেন, যে উদাহরণ খুবই বিরল। এই বৈঠক নয়াদিল্লীতে অনেকের ভ্রু কুঁচকে দিয়েছে এবং সন্দেহের চোখে তারা ঘটনাপ্রবাহের উপর নজর রাখছে। বাংলাদেশ সরকার এই বৈঠককে ‘সৌজন্য সাক্ষাত’ হিসেবে বর্ণনা করেছে কিন্তু সূত্র জানিয়েছে যে, এর পেছনে আরও অনেক বিষয় রয়েছে। অনেকের বিশ্বাস যে, বুধবার ইমরান-হাসিনার যে টেলিফোন আলাপ হয়েছে, সেটা এই বৈঠকেরই ফলাফল।……….. পাকিস্তান ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী বুধবার টেলিফোনে কথা বলেছেন। দুই দেশের কূটনীতির ক্ষেত্রে এটা বিরল অগ্রগতি, বিশেষ করে যখন দুই দেশই নিজেদের বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, “পারস্পরিক আস্থা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সার্বভৌম সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে ভ্রাতৃপ্রতীম সম্পর্ক গভীর করার ব্যাপারে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। ”প্রধানমন্ত্রী খানের অফিস থেকে দেয়া বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

একটু করে বলে রাখি, এ সম্পর্ক যদি বিএনপি আমলে হতো তাহলে একশ্রেণীর ‍বুদ্ধিজীবিমহল ও রাজনৈতিক ক্রীড়াবিদ দেশ গেলো-স্বাধীনতা গেলো বলে সোরগোল করে উঠতো। তাই বলেছিলাম এখানে আবেদন আছে। মনে রাখা প্রয়োজন, বর্তমান রাজনৈতিক দৃষ্টিভঙ্গী সে জাতীয় হোক বা আন্তর্জাতিক, কৌশলগত কারণে অনেক অগ্রসর এবং বাস্তবভিত্তিক। পেছনকে আঁকড়ে থাকার সংস্কৃতি এখন অচল হয়ে গেছে। জাতীয় স্বার্থপ্রশ্নে যারা অধিকতর কুশলী ও কৌশলী থেকে দ্রুত কূটনৈতিক পথ চলতে সক্ষম—তারাই নতুন সম্ভাবনার দুয়ার খুলতে সমর্থ। ঠিক এখানটায় বলা যায়, পাকিস্তানের কূটনীতি ভারতের চাইতে অধিকতর প্রাগ্রসর। ভারত যেখানে তার পশ্চাদপদতার বেড়া ডিঙ্গাতে ব্যর্থ; জটিল আমলাতান্ত্রিক বাধা পেরুতে অক্ষম সেখানে পাকিস্তান বেড়া ডিঙ্গিয়ে এগুনোতে সফল। তাই আজ পাকিস্তান জড়তা ভেঙ্গে বাংলাদেশের সাথে সম্পর্ক গড়তে উদগ্রীব; বাংলাদেশ সেখানে দূরে থাকতে পারেনি। ভারত যদি বিষয়টিকে বুঝতে সক্ষম না হয়, সাদামাটাভাবে বলা যায়, সে পাকিস্তানের কাছে বাংলাদেশের মাঠে নির্মমভাবে পরাজিত হবে। ভারত আমাদের বৃহৎপ্রতিবেশী; তাদের সাথে সম্পর্ক স্থায়ীভাবে গরমিল থাকবে—তা মোটেও আমাদের কাম্য নয়। তাদেরকে বড় ভাইসুলভ আচরণ ও ক্ষুদ্র প্রতিবেশীকে গিলে খাবার নেহরুতত্ত্ব (Nehru doctrine) থেকে বেরিয়ে আসতে হবে। তবেই ভারত আধুনিক কূটনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হবে। নিঃসন্দেহে পাকিস্তান বাংলাদেশের সাথে এবং বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক গড়ার চেষ্টায় যে অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে—তা সফল হলে অবধারিতভাবে দক্ষিণ-এশীয় অঞ্চলে উদার ও বাস্তববাদী রাজনীতির ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। উভয় দেশের প্রধানমন্ত্রীরা অন্তত এ বিষয়ে ধন্যবাদ আদায় করতে পারেন। অন্তত বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে পারবেন, তাঁর মরহুম পিতা ১৯৭৪ সালে যে সম্পর্ক স্থাপনের সূচনা করে গেছেন, তিনি সেটাকে এগিয়ে নেয়ার গুরুদায়িত্ব বহন করছেন।

বাংলাদেশের সাথে পাকিস্তানের স্বাভাবিক বা ঘনিষ্ট সম্পর্ক কি একান্তই দরকার? প্রশ্নটি বাস্তববাদীরা করতে পারেন না। কারণ, পিপাসায় যখন ব্যক্তি কাতর হয়, তখন পানি কি একান্তই দরকার—এমন প্রশ্ন অবান্তর বৈ কি? পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রমূল্য বুঝতে প্রয়োজন দক্ষিণ-এশীয় অঞ্চলের ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তানের গুরুত্ব উপলব্ধিতে নেয়া। বাংলাদেশের জন্য এখন পাকিস্তান-চীন-আফগানিস্তান-তুরষ্ক সংযোগ বা কানেকশন খুবই জরুরী। বলাবাহুল্য, তালিবানের ক্ষমতায় আসায় কানেকশনটির গুরুত্ব অনেক বেড়েছে। আফগানিস্তানে ঢুকতে হলে পাকিস্তানের প্রয়োজন। সবাই একমত, আগামীর আফগানিস্তান হবে বিদেশীদের জন্য বিশাল শ্রমবাজার এবং বিনিয়োগক্ষেত্র। এখানে আগেভাগে সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হলে আমাদেরকে কঠিন মূল্য দিতে হবে। এরপর আছে চীন ও তুরষ্ক। চীন তো আছেই, তুরষ্ক হতে পারে আমাদের আরেক গুরুত্বপূর্ণ সামরিক ও উন্নয়ন সহযোগী বা পার্টনার। সর্বোপরি ভাবতে হবে, পাকিস্তান এখন উদীয়মান সামরিকশিল্পের একটি দেশ; রফতানী করছে ভারী অস্ত্রশস্ত্র বিশেষত আধুনিক যুদ্ধবিমান ও ট্যাঙ্ক।সবকিছু মিলিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক গড়া এখন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট। বাংলাদেশ যেন সেখানে ভুল না করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img