বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

ইউক্রেনীয় শিক্ষা ও বাংলাদেশ | নীরবে বলে যাই (৪)

এ বিশ্বকে আমি বলি Planet of tension বা অস্থিরতার গ্রহ। এ গ্রহের ইতিহাস তো আমার আদ্যপান্ত জানা নেই, জন্মের পর থেকে যেটুকু দেখছি এখানে স্বস্থি-অস্বস্থির প্রতিযোগিতা আর ঝগড়াই দেখে আসছি। এ প্রসঙ্গে আমার প্রথম দেখা ঊনসত্তরের গণ-অভ্যুত্থান; তখন আমার শিশুবয়স। এরপর তো যা দেখার দেখা হলো। তাই বলছি, অস্থিরতার এ গ্রহে স্থিরতার অধ্যায় খুব বেশি সুখকর নয়। হালে পূর্ববর্তী সোভিয়েত-অধীন আর বর্তমানে স্বাধীন রাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার উত্তেজনা পড়ালেখা জানাদের কারও না জানার কথা নয়। গোড়ার কথায় যদি আসি, বলতে হয়, ইউক্রেন পূর্ব-য়ুরোপের একটি দেশ। রাশিয়ার পরে পূর্ব-য়ুরোপে ইউক্রেনই হলো দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। ইউক্রেনের সাথে রাশিয়ার সীমান্ত পূর্ব এবং উত্তর-পূর্বে। উত্তরে আছে বেলারুস; পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া এবং হাঙ্গেরী। দক্ষিণে আছে রোমানিয়া ও মালদোভা আর আছে আজব সাগর ও কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সী। ১৯৯১ সালে সোভিয়েত য়ুনিয়ন ভেঙ্গে ইউক্রেন স্বাধীন হয়।

ইউক্রেনের জনগণের বিশাল একটা অংশ রুশ ভাষাভাষী এবং তারা জাতিগতভাবেও রুশ। রাশিয়ার সঙ্গে তাদের রয়েছে ঘনিষ্ট সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ। তাই ইউক্রেনের একটি অংশ চায় দেশটি রাশিয়ার বলয়ে থাকুক, অপর অংশটি চায় য়ুরোপীয় য়ুনিয়ন ও ন্যাটোর সঙ্গে থেকে এককভাবে এগিয়ে যাক। এ বিভক্তি কেন? ইতিহাসে দেখা যায়, ইউক্রেনের পূর্বাংশে রুশদের জাতিগত প্রভাব অত্যন্ত বেশি। শতাব্দী ধরে প্রতিবেশী দেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের সাথে তাদের শেঁকড় গভীরভাবে বিস্তৃতি লাভ করে। ধীরেধীরে পূর্ব-ইউক্রেনে রাশিয়ার প্রভাব বাড়তে থাকে। ২০১৩ সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ মস্কোর সঙ্গে থাকার পাশাপাশি পশ্চিমা দেশগুলোর সঙ্গেও সখ্যতা গড়ে তোলার চেষ্টা করেন। সে সময় তিনি রাশিয়ার বিরোধিতার মুখে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক একটি চুক্তি প্রত্যাখ্যান করেন। তার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ২০১৩ সালের নভেম্বরে রাজধানী কিয়েভে বিক্ষোভের মাধ্যমে ইউক্রেনের সংকট শুরু হয়। সেই বিক্ষোভে রাষ্ট্রীয় বাহিনীর দমননীতির পরও বিক্ষোভ বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ২০১৪ সালের ফেব্রুয়ারিতে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। এমন পরিস্থিতিতে পূর্ব ইউক্রেনে সংঘাতের সূচনা, পরে তা অচলাবস্তায় রূপ নেয়। এর কয়েক মাস পরে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয়। ক্রিমিয়ার প্রায় ৬০ শতাংশ মানুষ জাতিগতভাবে রুশ। ক্রিমিয়া দখলের পর ইউক্রেনে জাতিগত সংকট বাড়তে থাকে। এর দুই মাস পরে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেন থেকে স্বাধীনতা ঘোষণা করার জন্য একটি গণভোট আয়োজন করে। পূর্ব ইউক্রেনে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনী এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সহিংসতা হয়। জানা যায়, ২০১৪ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত সেখানে অন্তত ১০ হাজার ৩০০ জন নিহত হয়েছেন এবং ২৪ হাজার মানুষ আহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদীদের সহায়তাসহ ইউক্রেনের বিভিন্ন ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রথম থেকেই অস্বীকার করে আসছে রাশিয়া। উল্লেখ্য, ইউক্রেন ছিল রাশিয়ার পরে দ্বিতীয় শক্তিশালী সোভিয়েত প্রজাতন্ত্র এবং কৌশলগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে রাশিয়া এবং পশ্চিম উভয়ই এ অঞ্চলে ক্ষমতার ভারসাম্য তাদের পক্ষে রাখার জন্য লড়াই করে আসছে।

এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। ইউক্রেনের পরিস্থিতিকে প্রেক্ষাপটে রেখে এখানকার বাস্তবতা নিরীক্ষণ করি। ৫৭,৩২০ বর্গমাইল আয়তনের (১,৪৮,৪৬০ বর্গকি.মি) আমাদের বাংলাদেশের ৪,২৪৭ কিলোমিটার দৈর্ঘের স্থলসীমান্তের ৯৪ শতাংশ ভারতের সাথে। অর্থাৎ, ইউক্রেন যেমন বৃহৎ প্রতিবেশী রাশিয়ার সাথে লাগোয়া তেমনি বাংলাদেশও বৃহৎ প্রতিবেশী ভারতের সাথে লাগোয়া। রাশিয়ার চাপ সৃষ্টির একটি বড় সুযোগ হলো পূর্ব ইউক্রেনের জনগোষ্ঠীর একটি বড় অংশ রুশ জাতিভূক্ত এবং অভিন্ন সংস্কৃতির বাহক । ফলে সেখানে রাশিয়ার পক্ষে কথা বলার এবং প্রভাব সৃষ্টি করার একটি বিশেষ বলয় তৈরি হয়। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করার পেছনেও বড় নিয়ামক ছিলো সেখানকার ৬০ শতাংশ রুশ জনগোষ্ঠী। জনসংখ্যাতত্ত্বের এ ছবিই রাশিয়াকে রুশ জনগোষ্ঠীর স্বার্থরক্ষার বাহানায় ক্রিমিয়া দখল করতে প্ররোচিত করে। বাংলাদেশে বিষয়টির হুবহু চিত্র দেখা না গেলেও একটি সামঞ্জস্যপূর্ণ চিত্র আশঙ্কা জাগায়। বলাবাহুল্য, সাতচল্লিশের পূর্বে আমরা কিন্তু অবিভক্ত বাংলার অধিবাসী ছিলাম। দেশভাগে আমরা দু‘ভাগে ভাগ হয়েছি—পশ্চিমবঙ্গ ও পূর্ব পাকিস্তান নামে। ভাগের আগে আমাদের এ বঙ্গকে বলা হতো: পূর্ববঙ্গ। পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আর পূর্ববঙ্গে মুসলামনরা সংখ্যাগরিষ্ঠ। পূর্ব-ইউক্রেনের রুশপন্থীদের মতো এখানে ভারতীয় বংশোভূত অভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ হয় তো নেই কিন্তু ভাষাগত ও অভিন্ন কৃষিসংস্কৃতির লোকজন তো আছেই। অনিচ্ছায় হলেও বলতে হয়, বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীকে নিয়ে ভারতের একটি দর্শন বা পলিসি আছে। এমন কি বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর উপর ভারতের ভিন্ন ধরনের দৃষ্টি আছে নিঃসন্দেহে। আমরা বিশ্বাস করি, এখানকার হিন্দু জনগোষ্ঠী ভারতের অভিপ্রায় বাস্তবায়নে নিজেদেরকে বলি দেবে না। তবে, যখনই এখানে হিন্দু জনগোষ্ঠীর উপর কোন ঘটনা ঘটে ভারত-সরকার সেটাতে প্রতিক্রিয়া দেখায় কিন্তু বাংলাদেশের সরকার ভারতের মুসলিম-নির্যাতন নিয়ে কোন প্রতিক্রিয়া দেখায় না। সঙ্গতকারণে ভারতের প্রতিক্রিয়া আমাদের এখানেও প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং সন্দেহ তৈরি করে। সর্বোপরি ভারত বাংলাদেশের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক তার স্বার্থবিরোধী হচ্ছে কি না, তা নিয়েও সদা সজাগ থাকে। ইউক্রেনের সাথে রাশিয়ার আচরণ থেকে ভারতও অবস্থান ঠিক করতে পারে। সরাসরি ভারত হয় তো সে কথা বলবে না কিন্তু এ দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের স্বার্থের কথা তুলে বাংলদেশের উপর চাপ সৃষ্টির কৌশল নিতে পারে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তা হলো, বিভক্ত জনগোষ্ঠী। ইউক্রেনে যেমন রুশবিরোধী আর রুশপন্থী—দু’ভাগে জনগণ বিভক্ত হয়ে রাশিয়াকে খবরদারি করার সুযোগ করে দিয়েছে, তেমনি আমাদের দেশেও আজ আমরা নেতিবাচকভাবে বিভক্ত। এ বিভক্তিকে কাজে লাগিয়ে আমাদের বৃহৎ প্রতিবেশী যে আমাদের স্বাধীনতাকে কাগুজে করে তুলবে না—তার কি কোন নিশ্চয়তা আছে? ক্রিমিয়া হারানোর পর ইউক্রেন বুঝতে পারে তার সামরিক শক্তি ও মিত্র না থাকলে রাশিয়া ইউক্রেনকে শান্তি দেবে না। তাই, ইউক্রেন ২০১৪-র পর থেকে তার সামরিক শক্তিকে যেমন উন্নত করেছে তেমনি পশ্চিমাশক্তির সাথে মিত্রতা করে ন্যাটোর সদস্য হবার দিকে এগিয়ে গেছে। রাশিয়াও বুঝতে পারছে, ক্রিমিয়ার মতো ইউক্রেনকে দখল করা আগের মতো সহজ নয়। ঠিক তেমনিভাবে ভারতের দিক থেকে যে কোন হুমকি মুকাবিলায় আমাদেরকেও নিজস্ব সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি সামরিক মিত্রও জোগাড় করতে হবে। কারণ, বাংলাদশের বিপদ আসবে ভারতের দিক থেকে। অপেক্ষাকৃত বৃহৎ প্রতিবেশীগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য বিবেচনায় উপরের কথাগুলো ফেলনা ভাবা উচিৎ নয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img