শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

এনজিও ইনসাইড আফগানিস্তান

গত বছরের ২০ ডিসেম্বর ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রী  মাওলানা নাদা মুহাম্মাদ নাদীম সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা বন্ধ ঘোষণা করেন। এর পক্ষে বেশ কয়েকটি কারণ তুলে ধরেন আফগান শিক্ষামন্ত্রী।

এ সিদ্ধান্তের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা দেশগুলো। এছাড়াও আফগানিস্তানের ”প্রগতিশীল” মহলও এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। তারা এই বিষয়ে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের ওপর চাপ প্রয়োগ করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান। কাতার-তুরস্কসহ অনেক মুসলিম দেশ তালেবান প্রশাসনের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এটিকে ”অনৈসলামিক” সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছেন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আফগান অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় ”ইসলামি পোশাকরীতি অমান্য করায়” বেসরকারি দাতব্য সংস্থা বা এনজিওগুলোতে কাজ করতে পারবে না নারী কর্মীরা।

প্রথমে নারীদের শিক্ষা কার্যক্রমে বাঁধা ও পরবর্তীতে নারীদের এনজিওতে কাজে নিষেধাজ্ঞা কোনভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমা দেশগুলো। এই সিদ্ধান্তের পর তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

প্রথম নিষেধাজ্ঞাটি অর্থাৎ; নারী শিক্ষার বিষয়ে আফগান সরকারের সিদ্ধান্তটি ছিল অনেকটা পূর্বঘোষিত। তাই আন্তর্জাতিক মহল ও আফগানদের কাছে এটি ছিল খুবই সাধারণ বিষয়। কিন্তু দ্বিতীয় ঘোষণাটি ছিল অপ্রত্যাশিত। বিশেষত আন্তর্জাতিক মহলের কাছে বিষয়টি ছিল একেবারেই অপ্রত্যাশিত।

এদিকে নারীদের শিক্ষা কার্যক্রম সাময়িক বন্ধ নিয়ে সাধারণ আফগানীরা কিছুটা প্রতিক্রিয়া দেখালেও এনজিওতে নারীদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞায় আফগানদের প্রতিক্রিয়া ছিল অনেকটাই নীরবতাপূর্ণ।

আন্তর্জাতিক মহল এনজিওর বিষয়টি এতোটা গুরুত্ব দিলেও আফগানরা এই বিষয়ে নীরব কেন! এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন বিশ্লেষণধর্মী ওয়েবসাইট ”নান টেক এশিয়ার” বিশ্লেষক হামেদ নাভিদ।


নান টেক এশিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে আফগান এ বিশ্লেষক লিখেন, “ইমারাতে ইসলামিয়া বারবার ঘোষণা দিয়েছে যে, তারা নারীদের শিক্ষার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেনি, বরং ইসলামের সাথে সাংঘর্ষিক সিলেবাসের কারনে এটি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আফগান নারীদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা দিলে তা আফগানিস্তানেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ সমাজের অর্ধেক নিরক্ষর থেকে যাচ্ছে। কিন্তু এনজিও গুলোতে নারীদের ওপর নিষেধাজ্ঞা পশ্চিমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা তাদের গোপন প্রকল্প বাস্তবায়নে আর নারী কর্মচারীদের ব্যবহার করতে পারছে না।”

তিনি বলেন, “অধিকাংশ আফগানই এই সত্যটি সম্পর্কে অবগত রয়েছেন যে, বিগত ২০ বছরে এসব এনজিওতে কাজ করা নারীরা বাড়িতে বাড়িতে গোপন গোয়েন্দা কার্যক্রম ও পশ্চিমা অপ-সংস্কৃতির প্রচারণা চালিয়েছে। তাই নারীদের এসব প্রতিষ্ঠানে কাজ করা নিয়ে স্বয়ং আফগানদেরই আপত্তি রয়েছে। যার জন্য এ বিষয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেলেও আফগানিস্তানে এর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত শীতল।”

তিনি আরো উল্লেখ করেন, ”আমেরিকা ও ইউরোপের বিশেষ করে ইহুদিদের বিনিয়োগের মাধ্যমে গড়ে ওঠা এ সকল এনজিওগুলো বর্তমানে আফগানিস্তানে দুটি প্রকল্প বাস্তবায়ন করছে।যার মধ্যে একটি হল রাস্তা-ঘাট, সেতু, স্কুল-কলেজ নির্মাণ, দাতব্য অনুদান বিতরণ এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য অন্যান্য জনহিতকর কাজ করা। আরেকটি হল, আফগান নারীদের সাথে পর্দার অন্তরালে বৈঠক, তরুণদের সাথে ”ব্রেইনওয়াশমূলক” মিটিং এবং প্রকল্প উপস্থাপনের নামে আফগানদের ঘরগুলো থেকে তথ্য সংগ্রহ করা।”

তিনি আরো উল্লেখ করেন, ”এনজিওগুলি তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন প্রদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোকে বেছে নেয়। প্রকল্প বাস্তবায়নের জন্য কার্যকরভাবে তারা এসব অঞ্চলের নারীদেরকে ব্যবহার করে এবং এসব অঞ্চলে বিগত ২০ বছর ধরে নারীদের মাধ্যমেই তাদের পরিকল্পনাগুলি সফলভাবে কার্যকর করে আসছিল।”


গত ৪ জানুয়ারি আফগান ভয়েস এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে এনজিওগুলোতে কাজ করা আফগানিস্তানের বালখ প্রদেশের সাংস্কৃতিক বিশেষজ্ঞরা এসব সংস্থার মূল উদ্দেশ্য সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ও বিশ্লেষণ তুলে ধরেন।

বালখের সাংস্কৃতিক বিশেষজ্ঞরা জানান, ”বিগত ২০ বছর ধরে এমনকি এখনো পশ্চিমারা তাদের প্রতিষ্ঠানে নারীদের নিয়োগের মাধ্যমে ঘরবাড়ি এবং আফগান সমাজের গভীরে প্রবেশ করার চেষ্টা করছে। তারা আফগান পরিবারগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে। পরিবারের তথ্য পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। কিন্তু বেশিরভাগ মানুষ তাদের এই উদ্দেশ্য সম্পর্কে সচেতন নয়। তারা শুধু এটা মনে করে যে, এই প্রতিষ্ঠানগুলি শুধুমাত্র মানুষকে সাহায্য করে।”

তারা দাবি করেছেন, ”এই প্রতিষ্ঠানগুলো মানুষের দারিদ্রতা ও অর্থনৈতিক সমস্যার সুযোগ নিয়ে পরিবারগুলিকে সাহায্য করার অজুহাতে তাদের নিজস্ব গোপন গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

দীর্ঘ ১০ বছর ধরে এসব এনজিওর সাথে কাজ করা বালখ প্রদেশের দেহদাদি জেলার সমাজকর্মী আমিনা এহসানি বলেন, “আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, তাদের (এনজিও) মূল কাজ মানুষকে সাহায্য করা নয় বরং নারীদের ব্যবহার করা।”

এহসানির মতে, ”বালখের এনজিওগুলো বেশিরভাগই নারীদের লক্ষ্যবস্তু করে বিভিন্ন নামে প্রকল্প হাতে নেয়। অতঃপর তারা ঘরের ভেতরের সমস্যাগুলো সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করে।”

এহসানি স্বীকার করেছেন যে, গত এক বছরে তারা যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছে তার মাধ্যমে নারী কর্মচারীরা বিভিন্ন ঘরে ঢুকে তাদের সাধারণ সমস্যাগুলি জানার চেষ্টা করেছিল। কিন্তু তাদের সামগ্রিক লক্ষ্যই ছিল মূলত এই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা।

আরেক সমাজকর্মী সারা আহমেদী বলেন, “এনজিওগুলো সেমিনার ও অন্যান্য প্রকল্পের অজুহাতে মানুষের ঘরের অন্ধরে প্রবেশ করে ও সাহায্য প্রদানের অজুহাতে ভিডিও এবং ছবি তোলে।”

তিনি বলেন, “সমাজের বেশির ভাগ নারীরই এসব এনজিওর বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নেই। তারা মনে করে যে, সংস্থাগুলো শুধুমাত্র সহায়তা প্রদান করে। তাই এসকল সহজ সরল নারীরা তাদের স্থান ও অঞ্চল সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে দেয়।”

বলখের আরো একজন সমাজকর্মী জেবা সারওয়ারী বলেন, “গত বছর আমাদের অঞ্চলে বিদেশী প্রতিষ্ঠান একটি প্রকল্প চালু করে। কার্যক্রম পরিচালনার জন্য এর নারী কর্মীরা সপ্তাহে একবার জরিপের অজুহাতে বিভিন্ন বাড়িতে গিয়ে উপস্থিত হতো। সেখানে তাদের অঞ্চল, জনসংখ্যা, পরিবার, পারিবারিক সমস্যা, অর্থনীতি, রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে বিভিন্ন তথ্য জিজ্ঞাসা করা হতো।”

তিনি আরও বলেন, “সব পরিবারগুলোর নারীরাই তাদের কাছে থাকা তথ্যগুলো সংস্থার লোকদের দিয়ে দেন।”

জেবা সারওয়ারি জনগণকে সাহায্য ও নারীদের ব্যবহার করার নামে পশ্চিমাদের পরিকল্পনা বন্ধ ও তাদের ”অশুভ” লক্ষ্য অর্জন করতে বাধা দেওয়ার জন্য তালেবান প্রশাসনের প্রতি আহ্বান জানান।


নারী শিক্ষার বিষয়ে বিশ্লেষক হামিদ নাবিদ লিখেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ দরজাগুলো সময়মতো নারীদের জন্য খুলে দেওয়া হবে। তালেবান নেতারা এই প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত আছেন। তবে এর বিলম্ব হলে, আফগানিস্তানের অভ্যন্তরে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এছাড়াও আফগান জনগনের রক্ত পান করা শক্তিগুলো আবারও আফগানিস্তান আক্রমণ করার অজুহাত তৈরি হবে।”

তিনি বলেন, ”বর্তমানে প্রতিষ্ঠানগুলোতে নারীদের কাজের উপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে অনেক প্রতিষ্ঠানই ভেঙে পড়বে। ইতিমধ্যে কিছু প্রতিষ্ঠান ঘোষণা করেছে যে তারা কাজ বন্ধ করে দিবে। এভাবেই অন্য সব প্রতিষ্ঠানগুলোও একই পদক্ষেপ নেবে, কারণ এসব প্রতিষ্ঠানগুলোর কাছে অবকাঠামোগত উন্নয়নের চেয়েও তাদের গোপন প্রকল্প প্রচারের গুরুত্ব অনেক বেশি।”

এছাড়াও তিনি আশঙ্কা প্রকাশ করেন, ”আফগানিস্তানের ২০ বছরের যুদ্ধে আমেরিকা সফলতা অর্জন করতে পারেনি। পাশাপাশি এনজিও গুলোর মাধ্যমে গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হওয়ার পর তারা আরো কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে পারে। যেমন প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্যে নিষেধাজ্ঞা, বিদেশী বিনিয়োগকারীদের আফগানিস্তানে বিনিয়োগে নিষেধাজ্ঞা ও আফগান মুদ্রার মান কমিয়ে দেওয়া, ইত্যাদি।”


উল্লেখ্য, ইতিমধ্যেই গত ৩ জানুয়ারি ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের ট্রানজিট পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। আফগান ব্যবসায়ীরা করাচি বন্দর থেকে তাদের পণ্য আর সহজে স্থানান্তর করতে পারবে না। যা ইসলামাবাদের সাথে কাবুলের বাণিজ্যের উপর খারাপ প্রভাব ফেলবে।

সূত্র: ভয়েস অফ আমেরিকা ও নান টেক এশিয়া

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img