শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

এবার দেশেই উৎপাদন হবে করোনার ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এবার দেশেই করোনার ভ্যাকসিন উৎপাদন হবে।

আজ সোমবার (৮মার্চ) সন্ধ্যায় রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘করোনার এক বছরে বাংলাদেশ: সাফল্য ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমাদের দেশে ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। আমরা সেই কাজ শুরু করে দিয়েছি। আমাদের দেশে অনেক বড় বড় ওষুধ কোম্পানি আছে, যাদের ভ্যাকসিন তৈরির সক্ষমতা আছে। আমরা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। ইতিমধ্যে কোনো কোনো কোম্পানি কার্যক্রম শুরু করেছে। এবার দেশেই উৎপাদন হবে করোনা ভ্যাকসিন।’

তিনি বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, বিনোদন কেন্দ্রগুলোতে ঘোরাঘুরি করছে। কক্সবাজার যাচ্ছে, সিলেট যাচ্ছে, অধিকাংশ মানুষ মাস্কও পরছে না। কিন্তু এখনো করোনা যায়নি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে, ভ্যাকসিন নিতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img