শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আফগানিস্তান থেকে বিদায় নেওয়ার সময় বিমানঘাঁটিতে হামলা শিকার মার্কিন বাহিনী

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বিমানঘাঁটিতে হামলার শিকার হয়েছে মার্কিন বাহিনী।

রোববার (২ মে) কান্দাহার বিমানঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র সনি লেগেট এক টুইটার পোস্টে বলেন, কান্দাহার বিমানঘাঁটি পরোক্ষ হামলার শিকার হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিংবা সম্পত্তির কোনো ক্ষতি হয় নি। যে রকেট দিয়ে হামলা চালানো হয় তা মার্কিন সেনারা ধ্বংস করেছে। তালেবান যদি আবার সহিংসতার দিকে ফিরে যায় তাহলে তা হবে অত্যন্ত দুঃখজনক।

এদিকে মার্কিন মদদপুষ্ট কাবুল সরকারের পুলিশ কর্মকর্তা শরিফুল্লাহ সাতাইব কান্দাহার বিমানঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করে বলেছেন, দুটি রকেট ছোঁড়া হয়েছে তবে বিমানঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি আফগানিস্তানে ‘সীমাহীন যুদ্ধ’র অবসান ঘটানোর ঘোষণা দিয়েছেন। তারই আলোকে গত শনিবার (১ মে) থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে।

জো বাইডেনের ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান হতে আড়াই থেকে সাড়ে তিন হাজার মার্কিন সেনা ও সাত হাজার মতো ন্যাটো সেনা প্রত্যাহার করা হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img