বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

এবার সৌদি আরবে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের আমন্ত্রণে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করতে দুই দিনের সফরে রিয়াদ যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এতে উভয় নেতা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক কিছু বিষয় নিয়েও আলোচনা করবেন।

আজ শুক্রবার (৭ মে) ইমরান খানের সৌদি আরব যাওয়ার কথা রয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

২০১৮ সালে সৌদি আরব পাকিস্তানকে তিন বিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং তিন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের ‘অয়েল ক্রেডিট’ সুবিধা দেয়। কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান বিরোধের জেরে পাকিস্তান ভারতের বিরুদ্ধে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তাতে রিয়াদের সমর্থন দাবি করেছিল। কিন্তু রিয়াদ তাতে সমর্থন না দিয়ে বরং পাকিস্তানকে ঋণ ফেরত দিতে চাপ দেয়।

ওই সময় আর্থিক সহায়তার জন্য পাকিস্তান চীনের দিকে ঝুঁকে পড়ে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img