শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমেরিকানদের ভারত সফরে নিষেধাজ্ঞা জারি

ভারতজুড়ে ভয়ংকর হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা বিশ্বের সকল রেকর্ডকে ছাপিয়ে গেছে। এমন অবস্থায় এবার ভারত সফরের উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। এমনকী, ভ্যাকসিনের ডোজ নেওয়া থাকলেও ভারতে যেতে নিষেধ করা হয়েছে মার্কিনিদের।

ভারতে এই মুহূর্তে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখের কাছাকাছি। ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার ভারতের সঙ্গে যোগাযোগ বিছিন্ন করার পরামর্শ দিল আমেরিকার বাইডেন প্রশাসন।

মার্কিন সিডিসি জানিয়েছে, যদি কেউ সম্পূর্ণ ভ্যাকসিন নিয়েও থাকেন, তাহলেও তার ভারতে না যাওয়াই ভাল।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভারতের বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ করোনা ভ্যাকসিনপ্রাপ্ত কোনও ব্যক্তিও নিরাপদ নয়। যেভাবে স্ট্রেন ছড়াচ্ছে তাতে সকলের ভারত সফর এড়িয়ে চলা উচিত। তবে যদি ভারতে যেতেই হয় তাহলে আগে সম্পূর্ণ ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন স্বাস্থ্য সংস্থা। এরপরও সবসময় মাস্ক পরা ও ছয় ফুটের সামাজিক দূরত্ব মেনে চলা এবং জমায়েত এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে সিডিসি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img