বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কচুয়ায় সৌদি আরবের আদলে নির্মিত হচ্ছে আল্লাহ তায়ালার ৯৯ নামের স্তম্ভ

সৌদি আরবের আদলে চাঁদপুরের কচুয়ায় নির্মিত হচ্ছে আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নামের দৃষ্টিনন্দন ও সুবিশাল ‘আল্লাহু’ স্তম্ভ।

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ডুমুরিয়া বায়তুল আমান জামে মসজিদের সামনেই এ স্তম্ভ নির্মাণের কাজ চলছে। এটি উন্মোচন করা হলে ‘আল্লাহু চত্বর’ হিসেবে স্তম্ভটি পরিচিতি পাবে।

জানা যায়, বর্গাকার স্তম্ভটির চার পাশে আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নাম আরবিতে ওপর থেকে নিচে লেখা হবে। নিচে রয়েছে বর্গাকার বেদি যা আবার দুই স্তরের গোলাকার বেদি দিয়ে পরিবেষ্টিত। কারুকার্য সম্পন্ন না হলেও অবয়ব ফুটে ওঠায় এলাকার লোকজনরা স্তম্ভটি দেখার জন্য ছুটে আসছেন।

দুই ফুট বর্গাকার স্তম্ভটির উচ্চতা হবে ৩৮ ফুট। ৩৩ ফুটের মধ্য লিপিবন্ধ হবে আল্লাহর ৯৯টি নাম এবং ওপরে পাঁচ ফুটে থাকবে ‘আল্লাহু’ লেখা। আল্লাহর ৯৯ নামের স্তম্ভটির নির্মাণে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে হবে বলে মসজিদ পরিচালনা কমিটি জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img