শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

জেনিন ক্যাম্পে হামলা চালিয়ে ফিলিস্তিনি কিশোরকে শহীদ করল ইসরাইলী বাহিনী

ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরে জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ১৭ বছর বয়সী এক কিশোকরকে গুলি করে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

সোমবার (১ আগস্ট) গভীর রাতে ক্যাম্পে জেনিন ক্যাম্পে ইসরায়েলী বাহিনী এই হত্যাকাণ্ড চালায়।

এই ব্যাপারে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহীদ হওয়া ১৭ বছর বয়সী কিশোরের নাম আল-কাফরিন। গুলিবিদ্ধ হওয়ার পর রাত ১১টার ঠিক আগে জেনিন পাবলিক হাসপাতালে আনা হলে তিনি মারা যান। তারপর রাতেই তার দাফন সম্পন্ন করা হয়।

সাংবাদিকদের কাছে জেনিন খুব আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেছে। চলতি বছরের ১১ মে ৫১ বছর বয়সী আল-জাজিরা সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা করে ইহুদিবাদী ইসরাইলী বাহিনী। তখন তিনি জেনিন ক্যাম্পে একটি প্রতিবেদন তৈরির কাজে ব্যস্ত ছিলেন।

এ বছরের শুরু থেকে কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। শহিদীদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ ছিল জেনিনের।

সূত্র: আল-জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img