বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

কুরআনে কারীমের সর্বকনিষ্ঠ ক্যালিগ্রাফার মারজান

মিসরের আবদুল কারিম মুহাম্মদ মারজান বিশ্বের সর্বকনিষ্ঠ কোরআনের ক্যালিগ্রাফার হিসেবে নাম লিখিয়েছেন। মিসরের ইউনিয়ন অব ক্যালিগ্রাফারসের প্রধান পরিচালক মাসআদ আল খাদারি বুর সাইদ তাঁকে এ পুরস্কার প্রদান করেন। ১৯ বছর বয়সী এই মারজান ছোটবেলা থেকেই ছিলো লিপিকলার প্রতি অত্যন্ত অনুরাগী। তিনি বিশ্বের কনিষ্টতম লিপিকার হিসেবে স্বীকৃতি পান।

মিসরের কেনা শহরের আবু তাশতের একটি আরবি লিপির স্কুলে ভর্তি হন মারজান। প্রতিদিন পাঁচ ঘণ্টারও বেশি সময় কোরআনের অনুলিপি তৈরিতে সময় কাটান। কোরআন অনুলিপি নিয়ে বিশেষ কোর্সও সম্পন্ন করেন মারজান। আরবি ভাষার সব ফন্টে ক্যালিগ্রাফিতে সর্বোচ্চ জ্ঞানার্জনের ইচ্ছা তাঁর। সামনে পুরো কোরআনের অনুলিপি তৈরি করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

উচ্চ মাধ্যমিক শেষ করে সাউথ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে অনার্সের প্রথম বর্ষে থাকাকালে আরবি ক্যালিগ্রাফিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মারজান। এ সময় আরবি লিপিকলা নিয়ে অনেক পড়াশোনা করেন এবং দেড়শ বছর আগের বিখ্যাত লিপিকার মুহাম্মাদ শাওকি আফেন্দির খাতা থেকে এ ক্যালিগ্রাফিতে আরো ব্যুৎপত্তি অর্জন করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img