শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কুরআন তিলাওয়াতের বরকতে করোনার ভয়াবহ পরিণতি থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, ‌মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন তেলাওয়াত ও তাঁর প্রিয় বান্দাদের দোয়ার বরকতে বাংলাদেশেকে করোনা মহামারির ভয়াবহ পরিণতি হতে রক্ষা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি পরিস্থিতিতে বাংলাদেশের হিফজ মাদরাসাসমূহ খোলা রাখার ব্যবস্থা করেছিলেন। তিনি ভেবেছেন দিন-রাত মহান আল্লাহ তায়ালার বাণী তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তায়ালা হয়তো এ মহামারি পরিস্থিতি থেকে দেশের জনগণকে হেফাজত করবেন। আমি বিশ্বাস করি আল্লাহ তায়ালা হাফেজ-আলেমসহ তাঁর প্রিয় বান্দাদের দোয়া কবুল করেছেন। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো।

বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক কিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের সকল তরুণ ও যুব সম্প্রদায় বিশেষ করে বাংলাদেশের তরুণ-যুবকদের মধ্যে পবিত্র কুরআনের তিলাওয়াতকে জনপ্রিয় করে তোলা, কুরআনভিত্তিক জীবন গঠনে আগ্রহ সৃষ্টি এবং এর প্রচার-প্রসারে আজকের আন্তর্জাতিক কিরাত সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ অনেক অবদান রেখে গেছেন। শেখ হাসিনার সরকারও ইসলামের খেদমতে অসংখ্য কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন। তিনি হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, মাদরাসা শিক্ষার উন্নয়নসহ ইসলামের খেদমতে অনেক কাজ করে যাচ্ছেন।

আন্তর্জাতিক এ কিরাত সম্মেলনে বাংলাদেশ, মিশর, ইরান, তুরস্ক,আফগানিস্তানসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্বারীগণ পবিত্র কুরআন থেকে সুললিত কণ্ঠে তিলাওয়াত করে শ্রোতাদের মুগ্ধ করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img