শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

চট্টগ্রাম বন্দরে রিজিওনাল কানেকটিভিটি সংযুক্ত হলে বাংলাদেশ-ভারত উপকৃত হবে: অনিন্দ্য ব্যানার্জী

ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেছেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে রিজিওনাল কানেকটিভিটি সংযুক্ত হলে বাংলাদেশ ও ভারত উভয়ই উপকৃত হবে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, পতেঙ্গায় উপকূলবর্তী বে-টার্মিনাল এবং মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম আন্তর্জাতিক কানেকটিভিটির সঙ্গে সংযুক্ত হবে এবং বৈশ্বিক আর্থিক সমৃদ্ধির অংশীদার হবে।

বুধবার (৩ মার্চ) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ব্যানার্জী বলেন, ওষুধ, তৈরি পোশাক ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে আছে। ক্রমবিকাশমান এ খাতগুলো বাংলাদেশের প্রবৃদ্ধি হারে গতিশীলতা এনেছে।

পর্যটনশিল্প বিকাশে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। পার্বত্য চট্টগ্রামে পর্যটনশিল্প দৃশ্যমান। এই খাতে ধারাবাহিক উন্নয়ন দেশের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img