বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

প্রধানমন্ত্রী আপনি আপনার লুকোচুরি বন্ধ করেন: ডা. জাফরুল্লাহ

নাগরিক সমাবেশের সভাপতি ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার লুকোচুরি বন্ধ করেন। আপনাকে আপনার পিতার অমর বাণীটি স্মরণ করিয়ে দিতে চাই, ‘আর দাবায়ে রাখতে পারবা না।’

আজ বুধবার (৩মার্চ ) জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে দেয়া বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

এসময় আইনমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনার পিতা সিরাজুল হক সাহেব সত্যের জন্য যে কোনো সময় সত্য কথা বলতে ভয় পাননি। তাহলে আপনি কেন সত্য কথা বলতে ভয় পান? আজকে আমার সকল কথা আপনার পছন্দ নাও হতে পারে। যদি আমার কথায় আপনি ক্ষুব্দ হয়ে থাকেন তাহলে আমার নামে একটি মামলাও করতে পারেন। মামলা করার সময় ৫ হাজার টাকা কোর্ট ফি দিতে ভুলবেন না।

এ সময় আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের মাহামুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েক সাকী, অধ্যাপক রেহেনুমা আহমেদ, আলোকচিত্রী শহিদুল আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img