শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

তালেবানের অংশগ্রহণে আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তাব দিল আমেরিকা

আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ আফগানিস্তানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। এই সরকারে তালেবানের অংশগ্রহণ থাকার কথাও তিনি বলেছেন।

মঙ্গলবার (২ মার্চ) আফগানিস্তানের তোলো নিউজকে দেওয়া সাক্ষাতকারে তিনি এই প্রস্তাবের কথা জানান।

আফগান বিষয়ক আমেরিকার এই বিশেষ প্রতিনিধি জানিয়েছেন যে, সম্প্রতি কাবুলে অংশগ্রহণমূলক একটি অন্তর্বর্তী সরকার গঠনের বিষয় নিয়ে তিনি আফগান রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং বর্তমান মার্কিন মদদপুষ্ট আশরাফ ঘানি সরকারের অন্যতম কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, জালমে খলিলজাদ সম্ভাব্য সরকারের একটি নামের তালিকা আফগান নেতাদের কাছে হস্তান্তর করেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন।

জানা যায়, খলিলজাদ সোমবার আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করেন এবং সেখানে অন্তর্বর্তী সরকার গঠনসহ তালেবানের সঙ্গে আমেরিকার সই হওয়া দোহা চুক্তি নিয়ে আলোচনা করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img