শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মিয়ানমারে চরম উত্তেজনা; পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৯

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে তিন সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ দমনে এবার সবচেয়ে বড় ধরপাকড় অভিযান শুরু করেছে সে দেশের পুলিশ বাহিনী। অভিযানে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দাউইতে তিনজন পুরুষ এই সহিংসতায় নিহত হয়েছেন। এ ছাড়া ওই ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ইয়াঙ্গুনে একজন নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পরে বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যা বেড়ে ৯ জন হয়ে গেছে।

এদিকে এক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, মিয়ানমার পুলিশ আজ রবিবার বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। তারা ইয়াঙ্গুন ও দাউই শহরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে স্টান গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াঙ্গুন, দাউই এবং মান্ডালেতে নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ ওই সব জায়গায় গুলি, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছুড়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img